সময় কলকাতা ডেস্ক : “পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাথরুমে আছে, বিজেপি গণতন্ত্রকে বাথরুম থেকে টেনে বাইরে আনার চেষ্টা করছে, ” বারাসাতে পুরভোটের প্রচারে এসে বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শমীক ভট্টাচার্য রবিবার যা বললেন তা রীতিমত ঝড় তুলতে পারে রাজনৈতিক মহল সহ সর্বস্তরে। পুরভোট যে অবাধ হবে না তার আগাম আশঙ্কা জানান দিতে গিয়ে গণমাধ্যমের সামনে রীতিমত বিস্ফোরক বক্তব্য রাখলেন তিনি।শমীক ভট্টাচার্যের মতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠ ভোট হতে পারে না। এই কথার জের ধরে তিনি নির্বাচন কমিশনকে তৃণমূলের শাখা সংগঠন বলে অভিহিত করেন।
এদিন বারাসাত পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুবীর শীলের হয়ে ভোট প্রচারে এসে নতুন রণকৌশল নিলেন শমীক ভট্টাচার্য। তিনি এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস দাসগুপ্তর নাম না করে গণমাধ্যমের সামনে বলেন, প্রবীণ তৃণমূল নেতা যেন মানুষের ভোট দিতে অসুবিধা সৃষ্টি না করেন । তৃণমূল নেতা -কর্মীদের বিবেক জাগ্রত করার ভূমিকা নেওয়া শমীক ভট্টাচার্য অতঃপর বিজেপি কর্মীদের খুনের জন্য তৃণমূলকে দায়ী করে বলেন এই রাজ্যে গণতন্ত্রের বাস বাথরুমে।।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত