Home » উত্তর ২৪ পরগনায় ৬১ জনকে বহিস্কার তৃণমূলের

উত্তর ২৪ পরগনায় ৬১ জনকে বহিস্কার তৃণমূলের

সময় কলকাতা ডেস্ক: পুরসভা নির্বাচনে দল টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কর্মীরা। তারপরেই দলের নির্দেশ অমান্য করা নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বহিস্কার করার করার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। রবিবার দলনেত্রীর নির্দেশ মেনে উত্তর ২৪ পরগনা জেলার ৬১ জন তৃণমূল নেতাকর্মীকে বহিস্কার করল জেলা নেতৃত্ব। রবিবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের এই সিদ্ধান্তের কথা ঘোষনা করেন জেলা নেতৃত্ব। এদিনের সাংবাদিক সম্মেলনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিকসহ জেলার অন্যান্য নেতারা হাজির ছিলেন।

প্রসঙ্গত,  তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী হওয়া সত্বেও পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থী ও অন্যান্য দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে লিফলেট দিয়ে প্রার্থী প্রত্যাহার করার কথা জানিয়েছিল।এই সময়ের মধ্যে যাঁরা প্রার্থীপদ প্রত্যাহার করবেন না তাঁদের যারা প্রত্যাহার না  দল থেকে বহিষ্কৃত করার কথা ও জানানো হয়।কিন্তু তারপরেও অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। তাই এদিন জেলার ১৩ টি পুরসভার মোট ৬১ জনকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল।

 

About Post Author