সময় কলকাতা ডেস্ক : শনিবারই ব্যারাকপুরে বিজেপির ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এবার সরাসরি প্রচার না করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বনগাঁ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের বিরুদ্ধে ।অভিযোগ , বিজেপি পথসভায় মাইক বাঁধলে তা ভেঙে দেওয়ার হুমকি দেন তৃণমল প্রার্থী। এই ঘটনায় শনিবার রাতেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী দ্বিপ্তেন্দু বিকাশ বৈরাগী।সঙ্গে ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া ও দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ অন্যান স্থানীয় বিজেপি নেতৃত্ববৃন্দ।
বিজেপি প্রার্থীর অভিযোগ, ২ নম্বর রেলগেট এলাকায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে একটি পথসভা আয়োজন করেছি। সেকারণে ওই এলাকায় এক লাইট মাইক ব্যবসায়ীকে চোঙা বাঁধতে বলি। কিন্তু মাইক বাধলে তা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় । ব্যবসায়ীরা এক প্রকার আতঙ্কিত হয়েই ওই এলাকায় বিজেপির পথসভার জন্য চোঙা বাধতে চাইছে না। সেই কথা ইতিমধ্যেই এক ব্যবসায়ীর মোবাইলে রেকর্ড করে থানায় অভিযোগ করেছি৷”
ঘটনার তিব্র নিন্দা করেছেন, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি বলেন, ১০ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীকে হেনস্তা করা হচ্ছে । দলের ফ্লেক্স ব্যানার ছিড়ে দেওয়া হয়েছে এমনকি ভয় দেখানোর পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও এ বিষয়ে বক্তব্য দিতে অস্বীকার করেছে তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়। প্রসঙ্গত, ব্যারাকপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূল প্রার্থী সুনিতা সিংয়ের ছেলে নেশাগ্রস্ত হয়ে এসব করেছে। তবে নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়ে কোনও লাভ নেই। ভোটের দিনই বোঝা যাবে, মানুষ কাকে চাইছে। যদিও সাংসদের এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল ।
More Stories
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার শার্প শ্যুটার , মালদহকাণ্ডে গ্রেফতারির সংখ্যা ৮