Home » কোতুলপুরে সরকারি জায়গার রেকর্ড ব্যাক্তিগত নামে কিভাবে সম্ভব প্রশ্ন বাসিন্দাদের

কোতুলপুরে সরকারি জায়গার রেকর্ড ব্যাক্তিগত নামে কিভাবে সম্ভব প্রশ্ন বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্কঃ সরকারি জায়গা জবরদখল করে অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। কোতলপুরের নেতাজি মোড়ে স্থানীয় এক দম্পতি জবরদখল করে এই বাড়ি তৈরি করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুরের নেতাজি মোড় সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ৪৪৬৩ দাগ নাম্বারের ৮৫.৫ শতক জায়গা আছে।সেখানে জল প্রকল্প করার কথা রাজ্য সরকারের।
সেই জায়গা কোতলপুরের স্থানীয় বাসিন্দা মহাদেব ঘোষ নিজেদের নামে রেকর্ড করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর পরেই কোতলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাদেক আলি খোঁজ নিয়ে জানতে পারেন ওই জায়গাটি পি এইচ ই এর। এরপরেই বাঁকুড়া পি এইচ ই দপ্তর এবং কোতলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিষয়টি জানান।


জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এবং কোতলপুর প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গাটি মেপে একটি বোর্ড লাগিয়ে দিয়ে যান।কোতলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিকে একটি নোটিশ করে প্রশাসনিক মাধ্যমের তরফে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করা হয়।স্থানীয়দের অভিযোগ, নেতাজি মোড়ের আশেপাশের ব্যাক্তিরাও বেশ কিছুটা জায়গা দখল করেছেন।ওই জায়গাটি পি এইচ ই এর অধীনে থাকা সত্ত্বেও কিভাবে ব্যক্তিগত নামে রেকর্ড করা হল সেই নিয়ে কোতলপুরে গুঞ্জন শুরু হয়।

About Post Author