সময় কলকাতা ডেস্কঃ হাওড়ায় নিহত আনিস খানের বাড়ির সামনে বসল পুলিশি প্রহরা। গত শুক্রবার রাতে পুলিশের পোশাক পরা কয়েকজন এসে ‘গান পয়েন্টে’ পরিবারের লোককে রেখে ছেলেকে উপরে নিয়ে গিয়ে হত্যা করে বলে অভিযোগ। সেই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল।আর আজ বাড়ির সামনে পুলিস পাহারা দেখে ক্ষুব্ধ মৃত আনিস খানের বাবা সেলিম খান।তাঁর আভিযোগ, ।‘ছেলে আমার নিরাপত্তা চেয়ে পুলিস প্রশাসনের দোড়ে দোড়ে ঘুরে ছিল’।আর এখন মৃত্যুর পর পুলিস পাহারা বসেছে।বীতশ্রদ্ধ নিহত আনিস খানের বাবা সেলিম খানের প্রতিক্রিয়া। এদিন তিনি বলেন পুলিস নয় সিবিআই-কে দিয়ে তদন্ত করিয়ে খুনিদের সাজা দেওয়া ব্যবস্থা করা হোক।এই দিন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় নিহত ছাত্র নেতা আনিস খানের বাড়িতে যান। সেখানে তিনি আনিস খানের পরিবারকে আশ্বস্থ করেন খুনের প্রকৃত তদন্ত নিয়ে। তবে আনিসের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত মন্ত্রী। দু’দিনেরও বেশি সময় কেটে গিয়েছে ,এখনও কোনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের উর্দিতে কারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে খুন করল, তার কিনারা এখনও হয়নি ৷এই প্রশ্ন তুলেই মন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু করে তারা।
এই দিন নিহত আনিস খানের বাবা সেলিম খান জানান মন্ত্রী পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পি এ পরিচয় দিয়ে গতকাল রাত ১২ টা নাগাদ এক ব্যক্তি তাঁর কাছে এসে ছিল।তিনি তাঁকে একটি সরকারি চাকরি ও টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছে।সেলিম খানের দাবি টাকা বা চাকরি কিছুই তিনি চান না। বরং তিনি চান ছেলের প্রকৃত খুনিদের সাজার ব্যবস্থা করুক সরকার।এই দিন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানান মুখ্যমন্ত্রী আনিসের মৃত্যুতে ব্যথিত।তাই পরিবারের সঙ্গে দেখা করতে চান সেই কথা জানাতেই তিনি আনিসের বাড়িতে এসেছেন মুখ্যমন্ত্রীর দূত হিসাবে।
এইদিন হাওড়া গ্রামীন পুলিস জেলার সুপার সৌম্য রায় জানান আনিস খানের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত তারা করবেন।ইতিমধ্যে আনিস খানের হত্যার কিনারা করতে সিটও গঠন করেছে রাজ্য।ছাত্র নেতার মৃত্যুতে বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হাওড়া থেকে কলকাতা। হাওড়ায় গ্রামীন পুলিস সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এপিডি আর।তারা হাওড়া গ্রামীনের পুলিস সুপারকে স্মারকলিপিও জমা দেন।হাওড়ায় নিহত ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী আনিসের বাবা সেলিম খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আনিসের বাবা অসুস্থতার কারণে দেখা করতে পারেননি। পাশাপাশি ছাত্রনেতা আনিস খান হত্যা ঘটনায় তিন দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই মৃত্যুর ঘটনায় ঠিক কী কী ঘটেছে তার তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে ওই আবেদনের শুনানি হবে।
More Stories
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির
ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ
RG Kar Incident: মহালয়ার দিন অভয়ার বাড়িতে সিবিআই, কেন?