সময় কলকাতা ডেস্ক: আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস। যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালন করা হচ্ছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে। সোমবার সকালে কলকাতার ৯, বঙ্গবন্ধু শেখ মুজিব সরণির মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। এরপর পাক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং সংলগ্ন বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে একটি সুদৃশ্য প্রভাতফেরি আয়োজন করা হয়। এ জে সি বোস রোডের ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে শেষ হয় মিশন প্রাঙ্গণে এসে প্রভাতফেরি শেষ হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপহাইকমিশনার তৌফিক হাসান, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন সহ মিশনের কর্মকর্তা।
দিনটি প্রসঙ্গে তৌফিক হাসান জানান “ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে ভাষা শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা খুবই আনন্দিত যে ইউনেস্কো ১৯৯৯ সালে থেকে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।সারা বিশ্বে এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে আজকের দিনটি সূচনা হয়। প্রভাতফেরির পর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। এছাড়াও দিনভর নানারকম কর্মসূচি পালন করা হচ্ছে।”
শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এছাড়াও রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠন ক্লাবের তরফেও যথাযথ মর্যাদার সাথে এই দিনটি পালন করা হচ্ছে।
এদিন বিকালে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা।
More Stories
অশান্ত বাংলাদেশ : আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু
পাকিস্তানকে চুরমার করে নজির বাংলাদেশের
অনবদ্য মুশফিকুর রহিম, পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ