সময় কলকাতাঃ পাথর প্রতিমা ব্লক জুড়ে চলছে মোটা টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরির রমরমা । অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হল এই কারবার । দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন জায়গায় মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করার একটি চক্র কাজ করছে । গ্রামাঞ্চলের মানুষ সরকার ঘোষিত পোস্ট অফিস কিংবা ব্যাংকে আধার কার্ড তৈরি করতে না গিয়ে দালালদের পাল্লায় পড়ে এই সমস্ত ভুয়া আধার কার্ড তৈরির জন্য মোটা টাকা ব্যায় করছেন ।
কিন্তু সেই কার্ড যখন রেশন দোকান ব্যাংক কিংবা সরকারি কোন জায়গায় দিচ্ছেন তখন খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের । সঠিক ঘটনা না জানতে পারলেও তারা যে কার্ড তৈরি করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তা বুঝতে পারছেন ।
প্রতারিতরা জানান , আধার কার্ড দেখার জন্য যে অ্যাপস রয়েছে সেখানে বারকোড স্ক্যান করলে সরকারিভাবে তোলা আধার কার্ডের নাম ঠিকানা সমস্ত কিছু এলেও দোকান থেকে তোলা আধার কার্ডের কোন কিছুই দেখা যাচ্ছে না । এই অভিযোগ নিয়ে দকানের মালিকের কাছে গেলে তারা একপ্রকার অভিযোগ আস্বীকার করেছেন । প্রতারিত বাসিন্দা জানান, দোকান মালিককে অভিযোগ করলে তিনি বলেন, কার্ডে ভুল আছে তাই অ্যাপস -এ কিছু দেখাচ্ছে না । আবারও নতুন করে টাকা দিয়ে কার্ড বানাতে হবে । প্রশাসনের কানে সেই খবর পৌঁছানো মাত্রই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় , যাতে কোন দোকান থেকে আধার কার্ড তৈরি করা না হয় । কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দোকান থেকে আধার কার্ড তৈরি করেছেন । সেই সমস্ত আধার কার্ড আসলে কি তাই নিয়েই চিন্তায় রয়েছেন এলাকাবাসী ।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট