সময় কলকাতা ডেস্কঃ ভোট পূর্ববর্তী হিংসার জেরে উত্তপ্ত খড়দহ পুরসভা । প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব । খড়দহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চানন তলা এলাকায় নির্বাচনী কার্যালয় এর হ্লসামনে এক তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ উঠল টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনু সাউ এর বিরুদ্ধে ।
অভিযোগ , টিটাগড় পুরসভা ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনু সাউ বিভিন্ন এলাকায় তোলাবাজি করত। তাকে বাধা দেয় তৃণমূল কর্মী বিশ্বনাথ দাস । এইখান থেকেই তাদের শত্রুতার শুরু । গতকাল বিশ্বনাথ দাস তৃণমূলের প্রচার থেকে ফেরার সময় তার উপর চড়াও হয় তৃণমূল প্রার্থী সোনু সাউ এর দলবল । এরপরই তাঁকে ঘিরে মারধর শুরু করে তারা । কোন মতে সেখান থেকে বাড়িতে পালিয়ে আসেন বিশ্বনাথ বাবু । জানা গেছে এদিনের এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন, সোনু সাউ এর অনুগামী রমেশ সাউ, সৌরভ দত্ত, হরি ব্যানার্জি । এদিন আক্রান্ত তৃণমূল কর্মী বিশ্বনাথ দাস বলেন , ” দীর্ঘ দিন ধরে সোনু সাউ ও তার দলবল নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় এসে দাদাগিরি করত, তোলাবাজি করত, বিভিন্ন অসামাজিক কাজ কর্মও করত তারই প্রতিবাদ করেছিলাম । তাই আমাকে মারধোর করা হয়েছে ।”
এই বিষয়ে খড়দহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমি পাল বলেন, “তার শান্ত ওয়ার্ডকে অশান্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বিরোধীরী। আমে মনে হচ্ছে এটা একটা চক্রান্ত বিরোধীদের। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে ।” তবে অভিযুক্ত তৃণমূল প্রার্থী সোনু সাউ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে । এদিন তিনি বলেন, “আমি কিছু জানি না আমি টিটাগড়ের প্রার্থী আমার প্রচার কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম । তার বাইরে বেরনোর সময় আমার নেই ।” তিনি আরও বলেন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ । ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত