সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনেই শহর জুড়ে কুয়াশার দাপট । সকাল থেকেই কুয়াশা আচ্ছন্ন কলকাতা সহ বেশ কিছু জেলা । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিস্কার হবে আকাশ । বৃষ্টির সম্ভাবনা আজ খুবই কম । কার্যত কমেছে শীতের প্রকোপও । সপ্তাহের প্রথম দিনে কলকাতা থেকে জেলা, শীতের অনুভূতি বেশ অনেকটাই কম ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । জেলা গুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে । আগে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়ে ছিল আলিপুর আবহাওয়া দফতর । বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল । তবে বর্তমানে সেই সম্ভবনা অনেকটাই কম । দিনভর মেঘমুক্ত আকাশ থাকবে বলে জানানো হয়েছে ।
তবে বৃষ্টি না হলেও সোমবার ভোরে কুয়াশার জেরে আসুবিধার সৃষ্টি হয়েছে কলকাতা বিমানবন্দরে । বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে বলেই জানা যাচ্ছে । আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ধীরে ধীরে ফিকে হচ্ছে শীত বাড়ছে তাপমাত্রা ।
More Stories
মরশুমের শীতলতম দিন কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি!
ঘন কুয়াশায় ‘অন্ধ’ দিল্লি-সহ উত্তর ভারত, বাতিল ৬০ টি বিমান, বিলম্বে চলছে ৩৬০ টি!
দানার হানা, আতঙ্কে কাঁপছে বঙ্গ