Home » কতটা সফল হল ‘বেস্ট সেলার’?

কতটা সফল হল ‘বেস্ট সেলার’?

সময় কলকাতাঃ কোন উপন্যাস থেকে ছবি বানানো বেশ কঠিন । তবে এই চ্যালেঞ্জ নিতে পছন্দও করেন পরিচালকরা । তা মূলত ২ টি কারনের জন্য । এক, আগে থেকেই চিত্রনাট্যের একটা কাঠামো পাওয়া যায়। দুই, উপন্যাসটির জনপ্রিয়তা সিরিজকে জনপ্রিয় করতে সাহায্য করে। আমাজনে সদ্য মুক্তি পাওয়া সিরিজ ‘দ্য বেস্ট সেলার’-এর ক্ষেত্রে এই কারণ কাজ করতেই পারত। কিন্তু ভাল কাঠামো পেয়েও, দুর্বল চিত্রনাট্য ও পরিচালনার কারণে এই সিরিজ একেবারেই জমল না।

রবি সুব্রহ্মণ্যমের ‘দ্য বেস্ট সেলার শি রোট’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সিরিজ। তবে পরিচালক মুকুল অভয়ংকর যদি গল্পটা কপি করতেন তবে গল্প টি বেশ ভালই হত । এই সিরিজে অভিনয় করেছেন, মিঠুন চক্রবর্তী, গওহর খান, অর্জুন বাওয়েজা, শ্রুতি হাসান ছাড়াও আরও অনেকে। তবে তাদের সঠিক কাজে লাগাতে পারেননি পরিচালক। এই সিরিজের প্রতিটা এপিসোডেই অভিনেতাদের অসহায়তা ফুটে উঠে ছিল।

এই সিরিজের গল্প এক লেখককে নিয়ে। যিনি তাঁর এক ফ্যানের জীবনে ঘটে যাওয়া গল্প থেকেই আইডিয়া চুরি করে গল্প লিখতে শুরু করেন। এরকমই এক গল্পের মধ্যে পরিচালক নিয়ে আসেন এমন কিছু ঘটনা, যা রহস্য তৈরি করতে পারত! কিন্তু চিত্রনাট্যের দুর্বলতায় সেই সাসপেন্স আর থাকে না। এপিসোড যত এগিয়েছে দর্শকদের আগ্রহ তত কমেছে । অভিনয়ের দিক থেকে সবাই নিজের একশো শতাংশ দিয়েছেন। বহুদিন পর স্ক্রিনে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে এই ছবিতে।

About Post Author