সময় কলকাতা ডেস্ক : আজ ২০২২ সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ। এই তারিখের একটা আলাদা বিশেষত্ব রয়েছে। আপনি যদি এই তারিখটি খাতায় লেখেন। তবে দেখতে পাবেন জ্বল জ্বল করছে বেশ কয়েকটি ২ এবং শেষের দিক থেকে কাউন্টিং করলেও ওই একই তারিখ আসবে।শুধু তাই নয়, এই তারিখের সংখ্যা ইংরেজিতে লিখে উল্টো করে দেখলেও একই তারিখ আসবে। এইরকম দিন খুব কম আসে। ম্যাজিক্যাল তারিখ। সবদিক থেকেই সমান।সংখ্যাতত্ত্ব অনুসারে ২ খুব শুভ একটি সংখ্যা। যে কোন ব্যক্তির জীবনে মঙ্গল জনক এই সংখ্যা। বিশেষ করে যে জাতকরা ২ সংখ্যার হয়ে থাকেন, তাদের ব্যবহার মানুষকে আকৃষ্ট করে। সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যা ২ সম্পর্কের মধ্যে থাকা শক্তি এবং ভারসাম্য বজায় রাখে। কোন ব্যক্তি জীবনে এই তিনটি ২ এর প্রভাবে, মানসিক শক্তি আগে থেকে বহু অংশে বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই সংখ্যার জাতকরা যে কোন বিপদে মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে ভয় পান না এবং যে কোন কঠিন পরিস্থিতিকে সহজে সামাল দেওয়ার ক্ষমতা রাখেন।সংখ্যা তত্ত্ববিদরা মনে করছেন, এই তারিখের মধ্যে রয়েছে ছয়টি ২ । তাই এই দিনটি স্পেশাল। যার আলাদা গুরুত্ব রয়েছে। তবে এই তারিখটি আবার দেখা যাবে ২০০ বছর পর।
More Stories
স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত বক্সা দুর্গ
সাংবাদিকের চোখে নতুন বাংলা বছর : পঞ্জিকা ও বাঙালির নস্টালজিয়া
কোপার্নিকাসের ‘দি রেভলিউসনিবাস অরবিয়াম কোয়েলেস্তিয়াম’ : সত্য এবং ভ্রান্তি