Home » মুখ্যমন্ত্রী অবিলম্বে আনিসের বাড়িতে আসুন। আনিসের বাড়িতে দাঁড়িয়ে দাবি ছাত্র নেতার বাবার

মুখ্যমন্ত্রী অবিলম্বে আনিসের বাড়িতে আসুন। আনিসের বাড়িতে দাঁড়িয়ে দাবি ছাত্র নেতার বাবার

সময় কলকাতা ডেস্কঃসোমবার জেএনইউ ছাত্র নেতা উমর খালেদের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস হাওড়ায় আনিসের বাড়িতে সমবেদনা জানাতে আসেন । সেখানে তিনি দাবি করেন আনিসের হত্যা, কোনো ছোট ঘটনা নয়। এর পেছনে বড় চক্রান্ত রয়েছে। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে আনিসের মত বহু মেধাবী পড়ুয়া অংশ নিয়েছিল । উত্তরপ্রদেশ, দিল্লি সহ বিভিন্ন জায়গাতে এই ধরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেন উমর খালেদের বাবা। অনেকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাজানো, মিথ্যা তথ্য ও প্রমাণের উপরে দাঁড় করিয়ে মামলা তৈরি হয়েছে। সৈয়দ কাশিম রসুল ইলিয়াস, আনিসের পরিবারের দাবিকে সমর্থন করে জানান তিনিও রাজ্য সরকারকে লিখিত আবেদন করে জানাবেন, আনিস হত্যা মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার।আনিস হত্যার প্রকৃত দোষীদের সাজার দাবিতে আন্দোলন এখানেই শেষ হয়ে যাচ্ছে না বলে জানান তিনি। বরং এই রাজ্যে যারা এই আন্দোলনের শরিক তারা আনিসের পরিবারের পাশে সব সময় থাকবে বলে  তাঁর মত। যে কোনো দরকারে তিনি আনিসের বাড়িতে আসবেন বলে জানান উমরের বাবা । এদিন সৈয়দ কাশিম রসুল ইলিয়াস গুরুতর অভিযোগ করেন, রাজ্য পুলিশ যেভাবে তদন্ত করছে, তা বলে দিচ্ছে এই খুনের সঙ্গে তাদের কোনো না কোন যোগসূত্র আছে। জেএনইউ এর ছাত্র নেতা উমর খালেদের বাবার আরো অভিযোগ, রাজ্য সরকারের বিশেষ তদন্ত দলের ক্ষমতা, তার এক্তিয়া এখনো স্পষ্ট করেনি রাজ্য সরকার। তিন পুলিস কর্মীকে কেন সাসপেন্ড করা হয়েছে সেই কথাও পরিস্কার ভাবে জানায়নি সরকার। গণতন্ত্রে নির্বাচিত সরকারের প্রথম কাজ, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর সেটা যদি সরকার না করতে পারে তাহলে সেই সরকার রেখে দেওয়ার প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তোলেন সৈয়দ কাশিম। এইদিন আনিসের বাড়িতে তিনতলার ছাদ ও অনিসকে ছুঁড়ে ফেলার জায়গাটাও তিনি ঘুরে দেখেন । শুধুমাত্রই স্বান্তনা দিতে তিনি আনিসের বাড়িতে আসেন নি। তিনি এই দিন দাবি করেন প্রকৃত দোষীদের শাস্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্যোগী হতে হবে । একই সঙ্গে জে এন ইউ এর ছাত্র নেতা উমর খালেদের বাবা দাবি তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন অবিলম্বে  আনিসের বাড়িতে আসেন।

About Post Author