সময় কলকাতা ডেস্কঃ চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে খুলে গেল মালগাড়ির বেশ কয়েকটি বগি।ফলে পাঁশকুড়া -হলদিয়া রুটে দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। হলদিয়া থেকে পাশকুড়া রুটের তমলুকের ধারিন্দার রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ।
রেল ও স্থানীয় সূত্রে খবর,হলদিয়া থেকে একটি মালগাড়ি পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। তমলুকের ধারিন্দার রেলগেটের সামনে মালগাড়িটি এলে বিপর্যয় ঘটে।মালগাড়িটির নয় থেকে দশটি বগি হঠাৎ করেই ইঞ্জিনের থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে রেলগেটের মাঝখানে দাঁড়িয়ে পড়ে।রেলগেটটি বন্ধ থাকার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিললেও দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।রেললাইনের ওপরে যাতায়াত বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রেলসূত্রে খবর,দুর্ঘটনার পর প্রথমে রেলকর্মীরা বুঝতে পারেননি ।।ইঞ্জিন বেশকিছুটা এগিয়ে যাওয়ার পর হুঁশ ফেরে রেল কর্মীদের।মালগাড়ির চালক পিছিয়ে আনেন ইঞ্জিন।তারপর ইঞ্জিনের সাথে বগি জোড়া লাগানোর কাজ শুরু হয়।প্রায় চল্লিশ মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। পাশাপাশি রেলগেট আটকে থাকায় সড়কপথেও তীব্র যানজট সৃষ্টি হয়।রেল কতৃপক্ষ এসে দ্রুত যানজট মুক্ত করেন।
এই ঘটনায় রেল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী শ্রী সুকুমার জানা জানান,”ভারতবর্ষে প্রতিনিয়ত রেল দুর্ঘটনা ঘটে চলেছে।এই বিষয়ে রেল কতৃপক্ষের ব্যাবস্থা নেওয়া উচিত।রেলগাড়ি চলার আগে প্রত্যেকটা বগি চেক করা উচিত।”কি কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে রেলকতৃপক্ষ জানিয়েছে।আপাতত মালগাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে রেলকতৃপক্ষের থেকে জানা যায়।
More Stories
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর
রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা হবে?