সময় কলকাতা ডেক্সঃ জোর করে নয়।মানুষকে বুঝিয়ে তাদের সঙ্গে নিয়েই এগোতে হবে।তৃণমূল কংগ্রেসের বরাবরে এই অবস্থানের এবার বাস্তব প্রয়োগ হচ্ছে বীরভূমের দেউচা পাঁচামিতে। প্রস্তাবিত দেউচা পাঁচামি কয়লা খনির জন্য স্বেচ্ছায় জমি দিতে রাজি হয়েছেন বেশ কিছু মানুষ। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী সরকারের হাতে জমি তুলে দেওয়া এরকম ৫০ জন জমিদাতার হাতে আর্থিক প্যাকেজের টাকা তুলে দিলেন । এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ জন চাষিকে বীরভূম থেকে নবান্নে নিয়ে আসা হয়।
বীরভূমের পাঁচামিতে বিশাল এলাকা জুড়ে মাটির তলায় কয়লা রয়েছে। ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার এই কয়লা খোলামুখ খনির মাধ্যমে তোলার জন্য অনুমতি পায় রাজ্য সরকার। এরপরেই প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকার জমি অধিগ্রহনের জন্য উদ্যোগ নেয় রাজ্য সরকার। এজন্য প্রায় ২৫ হাজার পরিবারকে পুনবাসনের জন্য প্যাকেজ ঘোষনা করে রাজ্য সরকার। এলাকার বাসিন্দাদের নিয়ে কনভেনশনের মাধ্যমে চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহনের কাজ শুরু করে রাজ্য সরকার। তারই প্রথম পদক্ষেপ হিসাবে এদিন ৫০ জনের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, দেউচা পাচামির ক্ষেত্রে সরাসরি জমি মালিকের থেকে জমি কিনে নেওয়ার পথ বেচেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দেউচা পাচামির খোলা মুখ খনি নিয়ে রাজ্যের মানুষ দ্বিধা বিভক্ত।পরিবেশপ্রেমী থেকে জমির মালিকের একাংশ এই খনির বিরোধিতায় রাস্তায় নেমেছে।খনির বিরোধিতায় বেশ কিছু আন্দোলনে সমর্থন জানিয়েছে বামেরা।আর তা দেখে রাজনৈতিক পর্যবেক্ষক রা বলছেন এযেন সিঙ্গুরের পুনরাবৃত্তি।
More Stories
ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
রাত পোহালেই মহালয়া, তবে কেন হয় এই অনুষ্ঠান? কী এর ইতিহাস? জানলে অবাক হবেন!