সময় কলকাতাঃ হাওড়ায় ছাত্রনেতা আনিশ খানের মৃ্ত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার এক বামপন্থী নেতা সৌমেন কুন্ডুর অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় ।মঙ্গলবার গভীর রাতে আবাদা স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেন রেল পুলিশ । রাতেই রেল পুলিশের পক্ষ থেকে পরিবারকে ফোন করে তাঁর দেহ উদ্ধারের খবর জানানো হয়।সৌমেনবাবু হাওড়া ৫৮ নম্বর বাসস্ট্যান্ডের ছোট ভট্টাচার্য্য পাড়া এলাকার বাসিন্দা। তিনি সিপিআইএমের শাখা সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন । বাড়িতে বলে যান দুপুরে খেতে আসবে না । তবে মাঝে একবার তার সঙ্গে কথা হলেও তারপর থেকে আর সৌমেনবাবুকে ফোনে পাওয়া যায়নি । সন্ধ্যায় তিনি একবার চা খেতে বাড়িতে আসতেন । কিন্তু অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা পুলিশের দারস্থ হন ।পরিবারের তরফে চ্যাটার্জিহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ।
সম্প্রতি আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে । এই উত্তপ্ত পরিস্থিতিতে বামপন্থী নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায় ।কিন্তু রেল লাইনের পাশে কিভাবে তাঁর দেহ পৌঁছলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে । পরিবারের দাবি, এটি কোন দুর্ঘটনা নয় ,আনিশের মতোই সৌমেনবাবুকে খুন করা হয়েছে । প্রসঙ্গত, গত সপ্তাহে আমতায় ছাত্রনেতা আনিশ খান খুনের ঘটনাকে কেন্দ্রকরে গোটা রাজ্য উত্তাল। তারই মাঝে এই বামনেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭