সময় কলকাতাঃ অনেক দিন পর একটি অ্যাকশন ভিডিও নিয়ে অনুগামীদের কাছে হাজির হলেন কিং খান । ট্রেনের ছাদে জবরদস্ত অ্যাকশন করছেন তিনি । এবার সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে ভিডিও শেয়ার করলেন কিং খান । আর এই ছবি ঘিরেই চলছে চর্চা । তবে শাহরুখের এই লুক দেখে মুগ্ধ অনুগামীরা । কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছিল । সেখানে মাথায় লম্বা চুল ও মুখ ভর্তি দারিতে অনুগামিদের সামনে ধরা দিয়েছিলেন কিং খান । পরে অবশ্য জানা যায় কিং খানের একটি পুরনো ছবিকে এডিট করে এমনটা তৈরি করা হয়েছিল ।
তবে এবার কোনও এডিট ভিডিও নয় । নিজের নতুন লুকে অনুগামীদের চমক দিলেন শাহরুখ । দীর্ঘদিন পর শাহরুখকে অ্যাকশন দৃশ্যে দেখে খুশি অনুগামীরা । ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাহরুখের গাল ভরতি দাড়ি এবং লম্বা চুল । অনেকেই মনে করছেন আপকামিং ছবি ‘পাঠান’ -এর প্রস্তুতি নিচ্ছেন তারকা । তবে বিষয় টি তা নয় । জানা গিয়েছে, সম্প্রতি একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে এই লুকে দেখা যাবে শাহরুখ কে । আর সেই বিঞ্জাপনেরই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা । দীর্ঘদিন ধরে শাহরুখের ছবি দেখতে পাচ্ছেন না অনুগামীরা । আর এবার অভিনেতা নিজেই এই ভিডিও পোস্ট করায় খুশি কিং খানের অনুরাগীরা ।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?