সময় কলকাতা ডেস্ক : লিলুয়া রেলওয়ে কলোনির বাসিন্দাদের পুনর্বাসন ছাড়া কোনওমতেই উচ্ছেদ করা চলবে না, এই দাবি নিয়ে বুধবার সকালে প্রতিবাদ মিছিল করে তৃণমূল।
এই প্রতিবাদ মিছিল উপস্থিত তৃণমূল যুবনেতা কৈলাশ মিশ্র জানান, ‘এখানে উচ্ছেদ করা যাবেনা। প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে তাঁরা এখানে বসবাস করছে। আগে পুর্নবাসন দিক এদের তারপর উচ্ছেদ। বাংলার মুখ্যমন্ত্রী লোককে বাড়ি দিচ্ছে। আর কেন্দ্র বাড়ি কেড়ে নিচ্ছে।’
এই উচ্ছেদ করার বিরুদ্ধে বুধবার সকালে তৃণমূল যুব রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্রের নেতৃত্বে লিলুয়ায় এক প্রতিবাদ মিছিল বের হয়। কৈলাশ মিশ্রের অভিযোগ, লিলুয়া রেলওয়ে কলোনিতে প্রায় চল্লিশ বছর ধরে বসবাসকারীদের উচ্ছেদ করার চক্রান্ত করছে রেল। এরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। এদের কোনও পুনর্বাসনের ব্যবস্থা না করেই রেলের তরফ থেকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই প্রতিবাদে বুধবার মিছিলের আয়োজন করা হয়েছে।
তার বক্তব্য, ‘প্রাণ থাকতে বাড়ি ভাঙতে দেবেন না।দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।যতদিন পর্যন্ত না ওই গরিব মানুষদের সুরাহা হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।’
More Stories
হুগলিতে সোনার দোকানে কাজের প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ!
মহেশতলার রবীন্দ্রনগরের আইসি-কে পাঠানো হল দার্জিলিঙ
পুরসভারর উদ্যোগে ৫২ টি পানীয় জলের মেসিন বসছে হালিশহরে