Home » বসিরহাটে তৃণমূল প্রার্থীর প্রচারে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

বসিরহাটে তৃণমূল প্রার্থীর প্রচারে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

সময় কলকাতাঃ রাজ্য জুড়ে চলছে ভোটের লড়াই । জোড় কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। এবার বসিরহাট পুরসভার ১২, নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তুহিনা পারভিনের সমর্থনে প্রচারে নামলেন উত্তর ২৪, পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মধ্যক্ষ একে এম ফারহাদ । বসিরহাট ত্রিমোহনী টাকি রোডের একদিকে পথচলতি মানুষ ও  ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল প্রার্থী তুহিনা পারভিন । দীর্ঘ ১০ বছর ধরে এই ওয়ার্ডটি কংগ্রেসের দখলে রয়েছে, এমনকি ২০১৫, সালে পুরসভা নির্বাচনেও ওয়ার্ডটির পরিবর্তন হয়নি । তবে এবার জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী ।

তৃণমূল প্রার্থী তুহিনা পারভিন বলেন, ” জিতলে প্রথম কাজ হবে নিকাশি ব্যবস্থার উন্নয়ন । বর্ষা এলেই এই ওয়ার্ডটি জলে ডুবে থাকে । ধাপে ধাপে ড্রেন নিকাশি ও পানীয় জলের সমস্যা মেটানোই আমার কাজ হবে। গত ১০, বছর ধরে এই ওয়ার্ডে কোন উন্নয়ন হয়নি ।

হাওড়ায় ছাত্রখুনের ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একে এম ফারহাদ বলেন, ” মুখ্যমন্ত্রী বলেছেন যদি আমি অপরাধী হই আমাকেও যেন রেয়াত না করা হয় । ইতিমধ্যে সিট গঠন করে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । খুব দ্রুত দোষীরা গ্রেপ্তার হবে । পাশাপাশি যেভাবে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে রাজ্য সরকার তাতে পুরভোটে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা ।  মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়ে এবার ১০৮ টি পুরসভাতেই ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে আনবে বলে দাবি ওই তৃণমূল নেতার।

About Post Author