সময় কলকাতাঃ রাজ্য জুড়ে চলছে ভোটের লড়াই । জোড় কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। এবার বসিরহাট পুরসভার ১২, নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তুহিনা পারভিনের সমর্থনে প্রচারে নামলেন উত্তর ২৪, পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মধ্যক্ষ একে এম ফারহাদ । বসিরহাট ত্রিমোহনী টাকি রোডের একদিকে পথচলতি মানুষ ও ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল প্রার্থী তুহিনা পারভিন । দীর্ঘ ১০ বছর ধরে এই ওয়ার্ডটি কংগ্রেসের দখলে রয়েছে, এমনকি ২০১৫, সালে পুরসভা নির্বাচনেও ওয়ার্ডটির পরিবর্তন হয়নি । তবে এবার জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী ।
তৃণমূল প্রার্থী তুহিনা পারভিন বলেন, ” জিতলে প্রথম কাজ হবে নিকাশি ব্যবস্থার উন্নয়ন । বর্ষা এলেই এই ওয়ার্ডটি জলে ডুবে থাকে । ধাপে ধাপে ড্রেন নিকাশি ও পানীয় জলের সমস্যা মেটানোই আমার কাজ হবে। গত ১০, বছর ধরে এই ওয়ার্ডে কোন উন্নয়ন হয়নি ।
হাওড়ায় ছাত্রখুনের ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একে এম ফারহাদ বলেন, ” মুখ্যমন্ত্রী বলেছেন যদি আমি অপরাধী হই আমাকেও যেন রেয়াত না করা হয় । ইতিমধ্যে সিট গঠন করে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । খুব দ্রুত দোষীরা গ্রেপ্তার হবে । পাশাপাশি যেভাবে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে রাজ্য সরকার তাতে পুরভোটে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা । মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়ে এবার ১০৮ টি পুরসভাতেই ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে আনবে বলে দাবি ওই তৃণমূল নেতার।
More Stories
১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি খেলেন মমতা! বিজেপিকে রুখতে এবার ঐক্যের বাণী মমতার মুখে
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর