কাঁন্দিতে পুরভোটের প্রচারে এসে নিজের দলের প্রার্থী জিতবে না বলে বিতর্ক বাঁধালেন তৃণমুলের বিধায়ক।
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এদিন পুর ভোটের প্রচারে আসেন কাঁন্দি পুরসভায়।সেখানে এক নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখার সময় এমনই বিতর্কিত মন্তব্য করে বসেন।এদিন ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীর স্পষ্ট জানিয়ে দেন, এই পুরসভায় তাঁরা ১৭ টি আসন জিতছেন। বাস্তবে কাঁথি পুরসভায় রয়েছে ১৮ টি আসন। কাঁন্দির মাটিতে একশোয় একশো পাচ্ছেন না তৃণমুল কংগ্রেস তা মাইক ফুকে জানিয়ে দেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর।
তিনি এদিন খোলা মঞ্চ থেকে জানান বিরোধীদের শক্তির জন্য এখানে একটি ওয়ার্ডে তারা জিততে পারবে না।এই কথা ঠিক নয়। সেই মঞ্চে দাঁড়িয়ে কান্দি পুরভোটে টিকিট পাওয়া এক প্রার্থীর বিরুদ্ধে সোচ্চার হন তিনি।১৮ ওয়ার্ডের সব কেন্দ্রের প্রার্থীদের মধ্যে এক জন প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ আছে।নির্বাচনী জনসভার মঞ্চ থেকে প্রকাশ্য দলীয় প্রার্থীর বিরুদ্ধে সোচ্চার বিধায়কের কথা শুনে সেই সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়িতে ব্যস্ত হয়ে পড়ে। অনেক বিধায়কের প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য শুনে মাথা নিচুও করে নেন।
এই তৃণমুলের বিধায়ক কাঁন্দি পুরভোটে এক প্রার্থীর জয় নিয়ে সন্দেহ প্রকাশেই থেমে থাকেন নি।তিনি সেই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে নাম না করে তৃণমূল প্রার্থীদের কাছে আবেদন করেন ঐ দুর্নীতি গ্রস্ত প্রার্থীকে কেউ যেন ভোট না দেয়। তিনি বলেন, কান্দি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী একাধিক দুর্নীতির সাথে জড়িত ।তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে । তাই সেই ওয়ার্ডটি বাদে বাকি ওয়ার্ড গুলি মানুষ যেন তৃণমূলকে ভোট দেন। এমনই বার্তা নিয়ে নির্বাচনে ভোট প্রচার সভা করে ফের বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক।
নির্বাচনী প্রচার মঞ্চে থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীরের বক্তব্যকে নস্যাত করে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কান্দি শহরের সমস্ত প্রান্তেই উন্নয়ন হয়েছে। তাই তারা সবকটি ওয়ার্ড এই ঘাস ফুল ফুটবে বলে তিনি নিশ্চিত।
More Stories
আগামী সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদ যাবেন মমতা, কী বার্তা দেবেন সভা থেকে?
সদস্য সংগ্রহে রেকর্ড বৃদ্ধি, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল DYFI!
আমন্ত্রণ সত্ত্বেও জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনে যাচ্ছেন না মমতা