Home » আজকের দিনের বিশেষ কিছু ঘটনা

আজকের দিনের বিশেষ কিছু ঘটনা

samay kolkata

আজকের দিনে

সময় কলকাতা ডেস্ক: আজ ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকের দিনের কিছু বিশেষ ঘটনা

১৮৭৩ সালে আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
১৮৭৬ সালে আজকের দিনে অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে চালু হয়।
১৯৭৫ সালে আজকের দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমান “বাকশাল” প্রতিষ্ঠা করেন।
১৯৯৭ সালে আজকের দিনে উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে ২০০ জন মৃত্যু হয়েছিল।

যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির জন্মদিন

১৩০৪: পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।
১৮৪২: ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো জন্মগ্রহণ করেন।
১৯৪৮: তামিলনাড়ুর প্রথম নারী ও সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন

যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির প্রয়াণ দিবস

১৯৯৯: বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ প্রয়াত হন।
২০১৬: বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া প্রয়াত হন।
২০১৮: ভারতীয় নায়িকা শ্রীদেবী প্রয়াত হন।

About Post Author