সময় কলকাতাঃ বস্তির দুরন্ত ‘ঝুন্ড’কে ফুটবল খেলা শেখানোর গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অমিতাভ বচ্চন । এবার জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগরাজ মঞ্জুলেরপরিচালিত ‘ঝুন্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিগ বি কে । মার্চের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’।
বুধবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ‘ঝুন্ড’ তৈরি করেছেন পরিচালক নাগরাজ মঞ্জুল। নাগপুরের সমাজকর্মী বিজয় বারসে। সেখানকার এক কলেজে খেলার অধ্যাপক হিসেবে কাজ করতেন। এর পাশাপাশি আরও একটি কাজ করেছেন তিনি। বস্তির তরুণতুর্কিদের নিয়ে তৈরি করেছেন ‘স্লাম সকার অর্গানাইজেশন’। ছবিতে বিজয় বারসের চরিত্রে দেখা যাবে বিগ বি কে ।
অমিতাভ বচ্চনের পাশাপাশি এ ছবিতে রয়েছেন আকাশ তোসর ও রিঙ্কু রাজগুরু। দুই মারাঠি অভিনেতাকে নিয়েই ‘সাইরাত’ সিনেমা তৈরি করেছিলেন নাগরাজ। সেই ছবির জন্যই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ‘ঝুন্ড’ সিনেমার শুটিং শুরু করেন পরিচালক।২০১৯ সালের সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায়। তারপরও নানা কারণে একাধিকবার ছবির মুক্তি পিছিয়ে যায়। শেষে ২০২০ সালের ৮ মে ছবির মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়। তবে করোনার বারবারন্তে তা বন্ধ হয়ে যায় । শেষমেশ আগামী ৪ মার্চ মুক্তি পাচ্ছে বিগ বি -র নতুন ছবি ‘ঝুন্ড’।
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?