সময় কলকাতা ডেস্কঃ আনিস খান হত্যাকাণ্ডে নয়া মোড়। গতকাল যে দু’জন পুলিশ কর্মী হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজ আদালতে তোলা হয়। তাদের দাবি, ফাঁসানো হচ্ছে তাদের। সম্পূর্ণ ঘটনাটি জানতেন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী, দাবি ধৃতদের। এমনকি সম্পূর্ণ নির্দোষ বলে নিজেদেরকে দাবি করেন ধৃত দুই পুলিশ কর্মী।
অন্যদিকে, ধৃত পুলিশ কর্মী কাশি কার নির্দেশে আনিশের বাড়ি গিয়েছিল তার নাম প্রকাশ্যে আনার জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তার স্ত্রী। তার স্ত্রীর বক্তব্য, যদি তার স্বামী ওদের বাড়ি গিয়ে থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই গিয়েছিল। সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনিও চান সত্যি সামনে আসুক। তাই তিনিও সিবিআই তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, নবান্ন থেকে আমতা থানার দুজন সাপেন্ডেন্ট অফিসারকে গ্রেফতার করা হয়েছে জানান মুখ্যমন্ত্রী নিজেই। এর পর গ্রেফতার হওয়া এক পুলিশ কর্মীর স্ত্রী সিবিআই তদন্তের দাবি জানালেন।
আনিস কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী ছাড়াও বেশ কয়েকজনকে ভবানীভবনে তলব করা হয়েছে বলে জানা গেছে। আজ মৃত ছাত্রনেতা আনিস খানের হত্যা মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।
More Stories
ত্রিকোণ প্রেম নয়, পুলিশকে সাহায্য করাই কি কাল হয়েছিল হজরতের?
ভোটাভুটি আটকানো গেল না, জেলা সম্পাদকই হারলেন জেলা কমিটির ভোটাভুটিতে
দমদমে দুঃসাহসিক ডাকাতি, নগদ, সোনাদানা সহ প্রায় ১৪ লক্ষ টাকার সামগ্রী লুট