Home » প্রকাশিত হল প্রোমো, অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক

প্রকাশিত হল প্রোমো, অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক

সময় কলকাতাঃ কথায় আছে প্রেম কোন বয়স মানে না জাতি,ধর্ম কিছুই মানে না।এবার এমনি দুই অসমবয়সী মানুষের প্রেমের গল্প নিয়েই তৈরি অছে নতুন ধারাবাহিক । স্টার জলসায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক। ধারাবাহিকের নাম “গোধূলি আলাপ” ।

তবে এই ধারাবাহিকের গল্পে রয়েছে বেশ কিছু নতুনত্ব। নায়ক নায়িকার মধ্যে বয়সের পার্থক্য বিশাল। মধ্যবয়সী উকিল অরিন্দম। এদিকে যৌবনে সবেমাত্র পা রেখেছেন নায়িকা।পেশায় বহুরূপী নায়িকা নোলক। দুই পৃথিবীর দুই মানুষ। অজান্তেই রাস্তায় দেখা দুজনের। তারপরেই বিয়ে হয়ে যায় দুই অসমবয়সী মানুষের।মাত্র কয়েক সেকেন্ডের প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সেখানে গল্পের কিছুটা বোঝা গেলেও বাকিটা এখনও জানা যায়নি। প্রোমোটি শেয়ার হওয়া মাত্রই লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যায়। এখন অপেক্ষা কবে থেকে দেখা যেতে চলেছে এই নতুন ধারাবাহিক “গোধূলি আলাপ”।

About Post Author