সময় কলকাতা ডেস্ক: সরকারি নির্দেশ অনুযায়ী মার্চ মাসের শুরু থেকেই চলতি বছরে হিমঘরে আলু মজুত করার প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যে। কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হতে চললেও চাষিরা আলু রাখার জন্য হিমঘরগুলি থেকে বণ্ড পাচ্ছেন না। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আলু চাষিরা। এই ঘটনাকে কেন্দ্রকরে বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল থেকে আলু চাষিরা জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কের মোহিত নগরে অবরোধ শুরু করায় রাজ্য সড়কে যামচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, একটু বাড়তি লাভের আশায় প্রতিবছরই জলপাইগুড়িতে চাষিরা আলু চাষ করেন।ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জোর কদমে আলু তুলতে শুরু করেন চাষিরা। আলু তোলার পর তা হিমঘরে মজুত করতে হয় চাষিদের। কিন্তু নিয়ম অনুযায়ী আবেদন করেও আলু রাখার জন্য বণ্ড পাচ্ছেনম না চাষিরা। তাঁদের অভিযোগ, হিমঘর মালিকরা বণ্ড নিয়ে কালোবাজারি শুরু করেছেন। মোট বণ্ডের ৭০ শতাংশ ফড়েদের চড়া দামে বিক্রি করছে। অথচ নিয়ম মেনে আবেদন করেও চাষিরা বণ্ড পাচ্ছেন না। তাফ বাধ্য হয়েই এদিন তাঁরা রাস্থা অবরোধে সামিল হয়েছেন।।
বন্ড না পেলে উৎপাদিত আলু কোথায় নিয়ে রাখবেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন আলু চাষিরা। পাশাপাশি দ্রুত বণ্ডের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাষিদের।
More Stories
RG Kar Incident: মহালয়ার দিন অভয়ার বাড়িতে সিবিআই, কেন?
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
Flood Relief: বন্যার ক্ষতিপূরণে রাজ্যের জন্য ৪৬৮ কোটি বরাদ্দ কেন্দ্রের, অনুদানেও বঞ্চনার অভিযোগ রাজ্যের