সময় কলকাতা ডেস্ক: আনিসের মৃত্যুর সঙ্গে তৃণমূল কংগ্রসের বড় বড় নেতা মন্ত্রীরা জড়িত রয়েছে। তাদের আড়াল করতে একজন হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করা হয়েছে। বৃহস্পতিবার বারাসাতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, শাসক দলের নেতারা ছাত্র ভরতির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। আনিসের চিঠি থেকে পরিস্কার হয়েছে প্রতিবাদ করার জন্যই তৃণমূলের নেতারা তার মুখ বন্ধ করতে খুন করেছে। আর এই কাজের জন্য তারা পুলিশকে ব্যবহার করেছে। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সিবিআি তদন্ত প্রয়োজন। আনিসের বাবা ও পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত তাই করছেন। আমরাও চাই আনিসের খুনীদের চিহ্নিত করতে সিবিআই তদন্ত হোক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বারাসাত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী বিল্টু দাসের সমর্থনে প্রচারে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, কয়েক বছর আগেও সিপিএম কংগ্রেস সিবিআই তদন্তের বিরোধীতা করত। কিন্তু এখন তারাও সিবিআই তদন্তের দাবিতে গলা ফাটাচ্ছে। রাহুলবাবু বলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের বিরোধীতা করছেন। বলছেন এতে নাকি পুলিসের মনোবল নষ্ট হচ্ছে। উনি বিরোধী দলে থাকার সময় সিবিআই তদন্ত চাওয়ার রেকর্ড করেছেন।
রাহুলবাবু বলেন, পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই আদালত কখনোই তা বলেনি। তারা পুরো বিষয়টা নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছে। এবার কমিশন সিদ্ধান্ত নিক। বারাসাত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাড়াও এদিন তিনি ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য মিছিল ও পদযাত্রা করেন।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭