Home » কবিগুরুর নোবেলের পর প্রাক্তন উপাচার্যের বাড়িতে চুরি, শান্তিনিকেতনের নিরাপত্তায় সর্ষের মধ্যেই ভুত নয়তো ?

কবিগুরুর নোবেলের পর প্রাক্তন উপাচার্যের বাড়িতে চুরি, শান্তিনিকেতনের নিরাপত্তায় সর্ষের মধ্যেই ভুত নয়তো ?

সময় কলকাতা : শান্তিনিকেতন বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনেকদিন আগেই উঠেছিল যেদিন থেকে কবি গুরুর নোবেল চুরি যায়। এর পরেও বহুবার অনেক মুল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে এই বিশ্বভারতীর ক্যাম্পাসে। এদিনও তার পুনরাবৃত্তি ঘটল। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বাড়িতে চুরি। রাতের অন্ধকারে কেয়ারটেকারের অবর্তমানে প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়ের বাড়িতে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ সামনে আসে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে ক্যাম্পাসের অদূরে প্রাক্তন উপাচার্যের বাড়ি থেকে রাতের অন্ধকারে চুরি হলে যেকোনো সময় কি একই ঘটনা ঘটতে পারে না বিশ্বভারতীর ক্যাম্পাসে ?

বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে বাড়িটিতে দীর্ঘদিন ধরে বাস করতেন প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়। বর্তমানে বাড়িটি দেখাশোনা করতো কেয়ারটেকার বুদ্ধদেব দাস । অভিযোগ কয়েকদিন আগে বুদ্ধদেব দাসের বাবা মারা যাওয়ায় সে গ্রামের বাড়িতে যায়। সেই সুযোগেই রাতের অন্ধকারে প্রাক্তন উপাচার্যের বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ ও এলাকার প্রাক্তন কাউন্সিলার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। তবে পুলিশ সূত্রের খবর এলাকাটি যেহেতু বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যেই বলা যায় তাই বিশ্বভারতী কর্তৃপক্ষকে আগে তারা জানাবে তারপর তারা এ ব্যাপারে পদক্ষেপ করবে।

প্রসঙ্গত ২০০৪ সালে বিশ্বভারতীর ক্যাম্পাস থেকে চুরি যায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নোবেল পদকটি। প্রশ্ন উঠেছিল বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।তৎকালীন রাজ্য সরকার এ ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তী কালে যার দায়ভার নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। কিন্তু আজও পর্যন্ত তা উদ্ধারে তারা ব্যর্থ। গতকাল বিশ্বভারতী ছাত্র-ছাত্রীদের অভিযোগে বেআইনিভাবে শান্তিনিকেতনের অদূরে কোপাই-এর পর থেকে বেআইনিভাবে গাছ কাটা রুখে দেয় স্থানীয় বন আধিকারিকেরা। ঘটনায় অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এর আগে গত বছর ডিসেম্বর মাসে শান্তিনিকেতনের অদূরে কোপাই নদীর পাড় থেকে মাটি চুরির অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে গুলির লড়াই চলে বলে অভিযোগ। পরপর এই ঘটনা গুলিকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখোমুখি শান্তিনিকেতনের নিরাপত্তা ব্যবস্থা সহ পুলিশি পদক্ষেপ।

About Post Author