সময় কলকাতা ডেস্ক: রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তাই সে দেশে থাকা ভারতীয়রা আতঙ্কে দেশে ফিরছেন। ডুয়ার্সের মাদারিহাট বীরপাড়া ব্লকের বেশ কয়েক জন ছাত্র-ছাত্রী এমবিবিএস পড়ছেন ইউক্রেনে। যাদের মধ্যে রয়েছেন বীরপাড়ার অক্সিতা গুরুং। এদিন বাড়ি ফিরলেন তিনি। বাড়ি ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা।
অভিভাবকরা আর তাদের ইউক্রেনে থাকতে দিতে চাইছেন না। তাই এদিন তিনি দেশে ফিরে এসেছেন। তার মা একজন প্রাথমিক শিক্ষিকা। তিনি বলেন, ‘ওই দেশে যা পরিস্থিতি তাতে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। তাই আর মেয়েকে ইউক্রেনে রাখার সাহস পেলাম না। আগে পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর ইউক্রেনে পাঠাব।’
জানা গিয়েছে, মাদারিহাটের বাকি পড়ুয়ারাও দেশে ফেরার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। কোনভাবেই আর বিপদের ঝুঁকি নিয়ে ইউক্রেনে থাকতে চাইছেন না তারা। এদিন মাদারিহাট থানার গ্যারগান্ডা চা বাগানের শিক্ষা ছেত্রীও দেশে ফিরেছেন। তৎসঙ্গে আজ মাঝ রাতে ফিরবেন বীরপাড়ার অঞ্জলি ছেত্রী এবং শিখা সিং রাও এমনটাই জানালেন ইউক্রেন ফেরত ছাত্রী।
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান
‘থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’… এই বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী!