সময় কলকাতা ডেস্ক : ফের আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ। তবে কিছু কিছু জায়গায় সকালের দিকে আকাশ খানিক কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে কাল থেকে আবার বৃষ্টিতে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮°সেলসিয়াস।
আজ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলায়। বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এ। তবে, শুক্রবার হালকা বৃষ্টি হবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দুই দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলায়। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনা ছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শনিবার আবার বদল হবে আবহাওয়ার। বাড়বে তাপমাত্রাও। যেহেতু কাল থেকেই শুরু বৃষ্টি সে কারণেই মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের বেশ কিছু এলাকা।
More Stories
বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?
পুজোর সময় বৃষ্টির আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?
Flood in South Bengal: এখনও জলমগ্ন বহু গ্রাম, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে