সময় কলকাতা ডেস্ক: আজ সারাদিন মেঘলা থাকবে তিলোত্তমার আকাশ।তবে কিছু কিছু জায়গায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। বৃহস্পতিবার রাত থেকেই কিছু কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে হালকা বৃষ্টি। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের প্রতিটি জেলাতেই।আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮°সেলসিয়াস। বাড়বে তাপমাত্রা।
শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদা জেলায়। শনিবার সারাদিনই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। একমাত্র শুকনো থাকবে জলপাইগুড়ি জেলার আবহাওয়া। তবে রবিবার থেকে পরিবর্তন হবে হিমালয় সংলগ্ন এলাকাগুলির আবহাওয়া।তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার আরও বাড়বে বৃষ্টি। তবে বাকি জেলাগুলি শুকনোই থাকবে। শনিবার বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাড়বে দিনের তাপমাত্রাও। আজ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।
More Stories
মরশুমের শীতলতম দিন কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি!
ঘন কুয়াশায় ‘অন্ধ’ দিল্লি-সহ উত্তর ভারত, বাতিল ৬০ টি বিমান, বিলম্বে চলছে ৩৬০ টি!
দানার হানা, আতঙ্কে কাঁপছে বঙ্গ