সময় কলকাতা ডেস্ক: আজ ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার। দেখে নেওয়া যাক আজকের দিনের বিশেষ গুরুত্ব
১৭৭৪ – ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
১৮৬২ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৯৭২ – বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।
যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির জন্মদিন
১৯৮৬ – হ্যারি পটার খ্যাত অভিনেতা অলিভার ফেলপস জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – হলিউড অভিনেত্রী নাটালি ড্রেইফেস জন্মগ্রহণ করেন।
১৯৯০ – ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।
১৯৯৭ – আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন।
যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির প্রয়াণ দিবস
১৮৯৯ – রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার মৃত্যুবরণ করেন।
১৯৫৭ – কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।
More Stories
ঝাড়খণ্ডে ফের মাওবাদীদের দৌরাত্ম্য, পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান!
পাঞ্জাবের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুনে গ্রেপ্তার ২, তবে এখনও অধরা মূলচক্রী
আহমেদাবাদে ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথদেব! দুর্ঘটনার ইঙ্গিত কী আগেই মিলেছিল পুরীতে?