Home » Parthasarathy Deb: দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব

Parthasarathy Deb: দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চঃ ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছিল। সেখান থেকেই বুকে সংক্রমণ ছড়িয়ে যায়। প্রায় ৪৩ দিন ধরে বাঙ্গুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছিল। তবু শেষরক্ষা হল না। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা পার্থসারথী দেব। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন  কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড়ো আপডেট

জানা গিয়েছে, শনিবার দুপুর ১২ টা নাগাদ অভিনেতার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে আসা হবে। সেখানেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হবেন টলিপাড়ার কলাকুশলীরা। অভিনেতার মৃত্যুতে ইতিমধ্যেই গভীর শোক প্রকাশ করেছে ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’। আর্টিস্ট ফোরামের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২২ মার্চ রাত ১১.৫০ মিনিটে মৃত্যু হয় পার্থসারথী দেব-এর।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: অতি মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?

অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করে জানানো হয়, ‘তাঁর অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিয়োয় বেলা ১২টায় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিয়োয় এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন।’ বিবৃতিতে সই করেছেন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। উল্লেখ্য, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। একসময় সিরিয়ালের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি।

#ParthasarathyDeb

#latestbengalinews

About Post Author