সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ বাংলাদেশের ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল অন্ততপক্ষে ১৩ জনের। গুরুতর আহত বেশ কয়েকজন।
জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় একটি পিকআপ ভ্যানে চড়ে ঢাকা (Dhaka) ফিরছিলেন সরকারিকর্মী রফিক মোল্লা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই নাবালক পুত্র। উলটোদিক থেকে আসছিল একটি যাত্রীবাহী বাস। ঠিক সেসময়ই ঘটে যায় বিপত্তি।যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশিরভাগই পিকআপ ভ্যানের যাত্রী বলে জানা গিয়েছে। অন্যদিকে, আহত হন বেশ কয়েকজন।
আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই ফরিদপুরের বাসিন্দা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছলে দুর্ঘটনা ঘটে।
More Stories
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!
অবশেষে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর
বিন্নাগুরি, মালদহের নারায়ণপুর, নদীয়ার করিমপুরের পর এবার নাগরাকাটা সীমান্ত রক্ষী বাহিনীকে জমি দিল রাজ্য সরকার! কতটা গুরুত্বপূর্ণ এই জমি প্রদান