সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিলঃ জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর। অতিরিক্ত পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে নতুন বার্ষিক তিনটি রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। একবার রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা পেতে পারেন আপনি। এর জন্য আপনাকে অতিরিক্ত গাঁটের কড়ি খসাতে হবে না। এছাড়াও আপনি পাবেন আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ফ্রি এসএমএস এর সুবিধাও। গ্রাহকদের জন্য জিও-র এই রিচার্জের সবথেকে বড় সুবিধা হল, আপনার মাসিক খরচ খুবই কম হয়ে যায়। এছাড়াও আপনি দৈনিক ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। পেয়ে যাবেন হাইস্পিড ডেটা। এছাড়াও আরও অনেক সুবিধা পাবেন এই প্ল্যানে। Jio-র এই ৩৬৫ দিনের প্রিপেড প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন-
আরও পড়ুন দিল্লিতে মহারণ, জিতবে কে? SRH vs DC match predicton
২৯৯৯ টাকার প্ল্যান
জিও-র ২৯৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন আপনি ২.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পেয়ে যাবেন। সেইসঙ্গে এই প্ল্যানটি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। এছাড়াও জিও অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি ৩৬৫ দিন ব্যবহার করতে পারবেন। এছাড়াও জিও-র এই প্ল্যানে উচ্চ গতির ডেটার শেষ হওয়ার পরে আপনার ইন্টারনেটের গতি 64 Kbps পর্যন্ত হতে পারে।
৩২২৭ টাকার প্ল্যান
জিও-র ৩২২৭ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পেয়ে যাবেন। সেইসঙ্গে এই প্ল্যানটি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। এছাড়াও জিও অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি ৩৬৫ দিন ব্যবহার করতে পারবেন। মোট ৭৩০ জিবি ডেটা পাবেন। একইসঙ্গে এই প্ল্যানে ১ বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিয়ো মোবাইল সাবস্ক্রিপশন পাবেন।
৪৪৯৮ টাকার প্ল্যান
জিও-র ৪৪৯৮ টাকার প্ল্যানে আপনি প্রতিদিন 2GB ডেটা পেয়ে যাবেন। মোট ডেটা ৭৩০ জিবি থাকবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পেয়ে যাবেন। সেইসঙ্গে এই প্ল্যানটি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানটি ৩৬৫ দিন ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে Amazon Prime Video Mobile Edition সাবস্ক্রিপশন এবং Disney + Hotstar-এর বার্ষিক মোবাইল সাবস্ক্রিপশন ১ বছরের জন্য পেয়েন যাবেন।
#JioRechargePlan
#latestbengalinews
More Stories
যৌন পুতুলের পতিতালয়কে পেছনে ফেলে যৌনশিল্পে জোয়ার আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা?
চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে আজ থেকেই ব্যবহার করুন গ্রিন টি হেয়ার সিরাম
Skin Care: রোদে পোড়া স্কিনের কালো দাগছোপ দূর করবে কলার ফেসপ্যাক