Home » আন্টার্টিকায় প্রথম ভারতীয় মহিলা অভিযাত্রী মেহের মুস প্রয়াত

আন্টার্টিকায় প্রথম ভারতীয় মহিলা অভিযাত্রী মেহের মুস প্রয়াত

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,৯ মে : “একজন নারী হিসেবে আমার কোনও দেশ নেই।
একজন নারী হিসেবে আমার দেশ পুরো বিশ্ব।”
-ভার্জিনিয়া উলফ

পায়ের নিচে সর্ষে ছিল তাঁর । তাই তো তিনি এরকমভাবে ছুটে বেড়াতে পারতেন দুর্গম গিরি, কান্তার মরু – তাই তিনি ১৮০ টি দেশের মাটি ছুঁয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে আন্টার্টিকা গিয়েছিলেন, পর্যটন আর অভিযানে তাঁর জুড়ি মেলা ছিল ভার, তার  নাম হয়ে গিয়েছিল ম্যাগেলান মুস। বিমানকর্মী হিসেবে পেশাদারী জীবন শুরু করলেও তাঁর খ্যাতি আকাশ স্পর্শ করেছিল। তিনি খ্যাতনামা অভিযাত্রী মেহের মুস । ৭৯ বছর বয়সে মেহের মুস প্রয়াত হলেন।

ম্যাগেলান ছিলেন পর্তুগীজ নাবিক, তাঁর অভিযানের সুবাদে প্রশান্ত মহাসাগরের বুক চিরে  ইউরোপ ও এশিয়ার মধ্যে জলপথে যোগাযোগ গড়ে উঠেছিল।অজানাকে জানা আর যেখানে কারও পদস্পর্শ করে নি তাঁকে দেখতেই দেখতেই জীবনটাকে উপভোগ করলেন মেহের মুস। ৭৯ বছরের জীবন ঝরে পড়ল বৃহস্পতিবার।

বিমান কর্মী হিসেবে তিনি চেয়েছিলেন এয়ারলাইন্সের ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করতে, সেখানেই কাজ করেছেন ৩৭ বছর। মহারাষ্ট্রে জন্ম ও শিক্ষা  পাঞ্চগানি সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে।২১ বছর বয়সে বিমান সেবিকার কাজ শুরু করে জাপান – নিউইয়র্ক – নাইরোবি রুটে কাজ করতেন। এশিয়া -আমেরিকা -আফ্রিকায় ৭ বছর ধরে উড়ে বেড়ানোর ফাঁকে তাঁর ভ্রমণপিপাসু মন আরও তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। জীবন সম্পর্কে আবেগ এবং ভ্রমণ সম্পর্কে কৌতূহল তাঁকে কোথায় না নিয়ে গিয়েছে! দিন কেটেছে গহন আমাজনে, বা পিগমিদের সংস্পর্শে দিন কেটেছে, কেটেছে ইস্টার  দ্বীপপুঞ্জে, পেরুর মাচুপিচু বা সিনাই মরুভূমিতে বেদুইনদের সঙ্গে। দিন ছিল বৈচিত্র্যময়। দিনশেষ হল তাঁর বিশ্বভ্রমণের, দিন শেষ হল তাঁর ভবযাত্রার। মেহের মুস প্রয়াত – একটি অসামান্য জীবনের অবসান।।

আরও পড়ুন নোবেল বিজয়ী আমেরিকান কবি লুইস গ্লাক প্রয়াত

About Post Author