সময় কলকাতা ডেস্ক, ৯ মে : ” কিছুটা ভয় পেয়েছেন মোদিজী? সাধারণত রুদ্ধদ্বারে আদানি ও আম্বানির কথা বলতেন, কেন প্রথমবার জনসমক্ষে আদানি আম্বানির কথা বললেন? “, প্রশ্ন রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদি তেলেঙ্গানায় রাহুলের সঙ্গে আদানি আম্বানির কালো টাকার যোগসাজসের প্রশ্ন তোলার কয়েকঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে ভিডিও বার্তায় খোলামেলা পাল্টা আক্রমণ রাহুল গান্ধীর।
রাহুল গান্ধী এক ভিডিও বার্তায় নরেন্দ্র মোদিকে খোলামেলা আক্রমণ করে প্রশ্ন করেছেন , “আপনি জানেন,ওরা টাকা দিয়ে থাকেন টেম্পো করে। এটা কি আপনার নিজস্ব অভিজ্ঞতা? ”
রাহুল গান্ধীর মোদিকে পরামর্শ,” এক কাজ করুন,তাঁদের কাছে ইডি, সিবিআই পাঠান, একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং একদম ভয় পাবেন না। ”
রাহুল গান্ধীর বলা -ভয় পেয়েছেন মোদিজী সম্পর্কিত বক্তব্য নরেন্দ্র মোদির তেলেঙ্গানায় বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া। রাহুল গান্ধীর আক্রমণ ও পাল্টা প্রতিক্রিয়ার আগে বুধবার তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “আপনি দেখতে পাবেন যে কংগ্রেস শাহজাদা প্রথমে পাঁচজন শিল্পপতির কথা বলেছিলেন, এবং তারপরে আম্বানি-আদানি, আম্বানি-আদানি, আম্বানি-আদানি।কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে তারা দুজনকে গালিগালাজ করা বন্ধ করে দিয়েছে।আমি তেলেঙ্গানার জনসাধারণকে জিজ্ঞাসা করতে চাই, শাহজাদাদের ঘোষণা করা উচিত – তারা আম্বানি-আদানির কাছ থেকে কত নিয়েছে? কত কালো টাকা হাতিয়ে নেওয়া হয়েছে?নগদ টেম্পো করে কি কংগ্রেসের কাছে তা পৌঁছেছে?”
আরও পড়ুন ভারতীয় তরুণীর সঙ্গে প্রেম ও পালিয়ে বিয়ে করার প্রচেষ্টা, পুলিশের কালঘাম ছুটিয়ে ধৃত বাংলাদেশী যুবক
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
ট্রেনে মাত্র ৩০ মিনিটেই দিল্লি থেকে জয়পুর! কি করে!
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেউলু কাদম্বরী জেঠওয়ানি মামলায় গ্রেফতার