Home » চলন্ত বাসের দরজা ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, হুড়মুড়িয়ে বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা

চলন্ত বাসের দরজা ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, হুড়মুড়িয়ে বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা

সময় কলকাতা ডেস্ক: ১১ জুনঃ চলন্ত বাসের দরজা ভেঙে ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়। হুড়মুড়িয়ে বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে শিয়ালদহের মৌলালিতে। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম ৬ যাত্রী। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলজে ও হাসপাতালে। ইতিমধ্যেই আটক করা হয়েছে বাসের চালক ও কন্ডাক্টরকে।  

আরও পড়ুন  কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

জানা গিয়েছে, এদিন সকালে ২৪এ/১ রুটের একটি বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে মুকুন্দপুরের দিকে যাচ্ছিল। সে সময় বাসটির পিছনের দরজাটি খোলা ছিল। সামনেরটি ছিল বন্ধ। মৌলালিতে যেতেই ঘটে যায় বিপত্তি। অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। বাসটি এসএন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময় বাসের মাঝের দরজার ছিটকানি খুলে যায়। সেই সময় গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। বাসটি দ্রুতগতিতে থাকার কারণে আচমকা বন্ধ দরজাটি ছিটকানি খুলে ভেঙে পড়ে যায় রাস্তায়। হুড়মুড়িয়ে বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ৬ যাত্রী।

আরও পড়ুন   Sheikh Sahajahan: ‘শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে’, বিস্ফোরক দাবি ইডির

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ছুটে যান। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার মেডিক্যাল কলজে ও হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করেছে এন্টালি থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অফিস টাইমে অতিরিক্ত যাত্রী নিয়ে মুকুন্দপুরের দিকে যাচ্ছিল বাসটি। সামনের বন্ধ দরজাটি নড়বড়ে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

#Latestbengalinews

#BreakDownDoorOfBus 

#RoadAccidentAtMaulali 

About Post Author