Home » রানিগঞ্জে নামী গহনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের জালে কুখ্যাত ডাকাত সোনু সিং

রানিগঞ্জে নামী গহনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের জালে কুখ্যাত ডাকাত সোনু সিং

সময় কলকাতা ডেস্ক, ১২ জুন : রানিগঞ্জের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ। বিহারের বাড়ি থেকে অভিযুক্ত সোনু সিংকে ঝাড়খন্ড পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গহনার দোকানে লুটপাটের পর গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীদের বাইকে চেপে ডাকাত দলের সদস্য সোনু পালিয়ে যায় বিহারের বাড়িতে। সোমবার সেখানা থেকেই গ্রেফতার হয় সোনু। জানা গিয়েছে, বিহার থেকে গ্রেফতারের পর সোনুকে ধানবাদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ভর্তি করায় বর্ধমান হাসপাতালে। মঙ্গলবারই তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন ভোট মিটতেই আমলা, পুলিশ অফিসারদের পুরনো পদে ফেরানোর পক্রিয়া শুরু করল নবান্ন

উল্লেখ্য, গত রবিবার রানিগঞ্জের একটি নামী সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। দুষ্কৃতীরা আচমকাই সোনার দোকানে উপস্থিত ক্রেতা এবং কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে লুটপাট শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপরই শুরু হয় পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলি বিনিময়। অফিসিয়াল কারণে ঘটনাস্থলের অদূরে উপস্থিত ছিলেন জামুরিয়া থানার শ্রীপুরের আইসি মেঘনাথ মন্ডল। দুষ্কৃতীদের লক্ষ্য করে তিনিও গুলি চালান। মেঘনাথ মন্ডলের গুলিতে জখম হন এক দুষ্কৃতী। দুপক্ষের যখন গুলি বিনিময় হয়, তখন এলাকার ব্যবসায়ীরাও রুখে দাঁড়ান। পরিস্থিতি বেগতিক বুঝে শোরুম ছেড়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় হয়ে নিয়ামতপুর -লিথুরিয়া রোড ধরে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশের অনুমান, নিয়ামতপুর লিথুরিয়ার রাস্তা ধরে পুরুলিয়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির সময় ওই সোনার দোকানের মালিক সুদীপ রায় দোকানে উপস্থিত ছিলেন। সারারাত ধরে ডগ স্কোয়াড, বেঙ্গল পুলিশ এবং ঝাড়খন্ড পুলিশ চিরুনি তল্লাশি চালিয়েছে সরিয়া এলাকায়। ডাকাতেরা রানীগঞ্জ থেকে পালিয়ে একটি চারচাকা গাড়ি করে ঝাড়খন্ড দিয়ে পালানোর চেষ্টা করছিল। পথেই গাড়ি চালকের কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। চালক বাধা দিলে চালকের পায়ে গুলি করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা গাড়িটি ছিনতাই করে জি টি রোড ধরে ঝাড়খন্ড বিহারের দিকে পালাতে শুরু করে। বেঙ্গল পুলিশ রানীগঞ্জ থেকেই গাড়িটির পিছু নেয়। এরপরই রাস্তায় গাড়িটিকে আটক করে গিরিডি থানার পুলিশ। পুলিশ গাড়িটিকে ঘিরে ফেললে দুষ্কৃতীরা আহত এক ডাকাতকে ফেলে দিয়ে চম্পট দেয়। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে লুট করা গয়না অস্ত্রশস্ত্র এবং গুলি।

#latestbengalinews

About Post Author