উত্তম পাল, সানী রায়, পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৭ জুন : হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা।কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দেওয়ার পরে মৃতের সংখ্যা দফায় দফায় বাড়ছে। পিটিআই জানিয়েছে,দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের । আহত ষাট জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
কেন দুর্ঘটনা? গ্রাউন্ড জিরো থেকে অন্তর্তদন্তমূলক রিপোর্ট
“ভোর ৫-৩০ থেকে অচল সিগন্যাল ব্যবস্থা “!
রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় জন্য সিগনালিং ব্যাবস্থাকে দায়ী করা হচ্ছে। রেল দফতর রেলের দুর্ঘটনাগ্রস্থ মালবাহী ট্রেনের চালককে দায়ী করা হয়েছে। রেল ৮ জনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে নিশ্চিত করলেও এই ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে থেকে জানা গিয়েছে ।মৃতের সংখ্যা আরো বাড়তে বলে পিটিআই সূত্রে জানানো হয়েছে।
কি হয়েছিল?
সোমবার সকাল শিলিগুড়ি রাঙাপানী স্টেশন থেকে কিছু দূরে কাঞ্চনজংঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় দুটি কামরা দুমড়ে মুচড়ে গিয়ে লাইনের বাইরে ছিটকে পড়ে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেলের উদ্ধারকারি দল সহ শিলিগুড়ি প্রশাসন ঘটনাস্থলে পৌছায়। প্রাথমিক দুটি বিবৃতিতে মৃতের সংখ্যা আট বলে রেল দফতর জানালেও এই সংখ্যা ১৫ বলে পিটিআই সূত্রে জানা গিয়েছে। আহতদের জন্য রেল দফতর উত্তরবঙ্গে প্রায় সমস্ত ষ্টেশনে হেল্পলাইন খোলা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের বাকি অংশ নিয়ে শিয়ালিদহের উদ্দেশ্যে ট্রেন রওনা হয়েছে। এই ঘটনার পর যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। কিভাবে একই লাইনে দুটি ট্রেন একই লাইনে চলে এল সে বিষয় তদন্ত শুরু করেছে রেলের আধিকারিকরা।কলকাতা গামী উত্তরবঙ্গের সমস্ত ট্রেনকে ঘুরপথে চালাচ্ছে রেল দফতর।
দুর্ঘটনার প্রকৃত ব্যাখ্যা :রেলওয়ে বোর্ড জানিয়েছে, মানবিক ত্রুটির কারণেই (human error )এই দুর্ঘটনা ঘটেছে।একটি প্রেস কনফারেন্সে, রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা বলেছেন যে লোকো চালক সিগন্যালকে উপেক্ষা করে ট্রেন চালিয়েছিলেন তবে এই বক্তব্যের সাথে তিনি এও বলেছেন যে, সম্পূর্ণ তদন্ত প্রকৃত কারণ তুলে ধরবে।
তবে পিটিআই ইতিমধ্যেই যা জানিয়েছে তা শুনলে চোখ ছানাবড়া হতে বাধ্য। গাফিলতি কোন স্তরে হলে এত মর্মান্তিক ও শোচনীয় দুর্ঘটনা ঘটে তার নিদর্শন ভয়ঙ্কর একটি তথ্য। পিটিআই সূত্র জানিয়েছে তথা দাবী করেছে , ভোর সাড়ে ৫টা থেকে সিগন্যালটি কাজ করছিল না। তার ঘন্টা তিনেক পরে ঘটে দুর্ঘটনা।
#latestbengalinews
More Stories
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু
তাপপ্রবাহের সতর্কতার মাঝেই চলতি সপ্তাহে মরশুমের প্রথম কালবৈশাখীর বার্তা
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে