Home » কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা :মৃতের সংখ্যা বেড়ে ৬, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা :মৃতের সংখ্যা বেড়ে ৬, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

সানী রায় ও উত্তম পাল,সময় কলকাতা , ১৭ জুন : মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মাল গাড়ির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬।সাত সকালেই উত্তরবঙ্গে  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় হতাহত হয়েছেন অসংখ্য মানুষ । মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষে  একাধিক কামরা  লাইনচ্যুত হওয়ার পরে রেল সূত্রেই হতাহতের খবর নিশ্চিতভাবে জানানো হয়েছে। দেওয়া হয়েছে হেল্প ডেস্ক নাম্বার।

আরও পড়ুন মৃত অন্তত ৫,কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে, দেওয়া হল হেল্পলাইন নাম্বার

দুর্ঘটনার পর নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পারলাম। বিশদ বিবরণের জন্য অপেক্ষা করছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুল্যান্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য।’

About Post Author