সময় কলকাতা ডেস্ক: ১৯ জুনঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের! এবার শতাব্দী এক্সপ্রেস-সহ বাতিল ৬ এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি রুট বদলেছে আরও একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনের। এদিকে, শিয়ালদহ থেকে এক ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে পদাতিক! সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার জন্য আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনই সব ট্রেন ওই লাইন দিয়ে চালানো সম্ভব হচ্ছে না। সোম ও মঙ্গলবারের পর বুধবারও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হল। এদিকে, উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার শতাব্দী এক্সপ্রেস বাতিল হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। বাসের টিকিট আকাশ ছোঁয়া। বাগডোগরা থেকে কলকাতা পর্যন্ত বাসের ভাড়া ৩০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ১৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার এক্সপ্রেস। আপ ও ডাউন হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস এবং আপ-ডাউন জোগাবাড়ি-শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
একইসঙ্গে একগুচ্ছ ট্রেনের রুট বদল করা হয়েছে। মঙ্গলবার থেকেই রাজধানী, দার্জিলিং মেল, পদাতিক-সহ একাধিক এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছিল। যাত্রাপথ বাতিলের তালিকায় রয়েছে, ২০৫০৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১২৫২৩ নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি সুপারপাস্ট এক্সপ্রেস, ০১০৬৬ আগরতলা-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাল এক্সপ্রেস, ১৩২৮১ ডিব্রুগড়-রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস, ডিব্রুগড়-চণ্ডীগঢ় এক্সপ্রেস, ০৫৬৫৬ গুয়াহাটি-জম্মু তাওয়াই এক্সপ্রেস, ০৫৬১০ গুয়াহাটি-হাদাপসার সুপার ফাস্ট এক্সপ্রেস, ০৪৬৭৯ গুয়াহাটি-বৈষ্ণো দেবী কাতরা এক্সপ্রেস, ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় আওয়াধ অসম এক্সপ্রেস, ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস, ১৫৬৫৭ কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ১৩১৪৭ শিয়ালদহ-বামানহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৩৪৩ শিয়ালদহ-হলদিবাড়ি এক্সপ্রেস-সহ আরও কয়েকটি ট্রেন।
এদিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর মঙ্গলবার ভোররাতে সুস্থ যাত্রীদের নিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছয় অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা গিয়েছে, দুর্ঘটনার পর বিকেলে পরিস্থিতি কিছুটা আয়ত্তে এলে সুস্থ যাত্রীদের নিয়ে ট্রেনটিকে কলকাতায় ফেরানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাগ্রস্ত দু’টি বগিকে গ্যাস কাটার দিয়ে কেটে ট্রেনটিকে প্রথমে মালদহ পাঠানো হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মালদহে সেই ট্রেনে জুড়ে দেওয়া হয় দু’টি বগি। এরপর মালদহ থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মঙ্গলবার ভোর ৩ টে বেজে ২০ মিনিটে ১২৯৩ জন যাত্রীকে নিয়ে শিয়ালদহ স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।স্টেশনে অপেক্ষা করছিলেন ফিরহাদ হাকিম, স্নেহাশিষ চক্রবর্তী, শিয়ালদহের ডিআরএম-সহ একাধিক আধিকারিক। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াতেই একে একে নেমে পড়েন যাত্রীরা। সকলের চোখে মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তবে,যাত্রীরা সকলেই সুস্থ ছিলেন।
More Stories
ভোটাভুটি আটকানো গেল না, জেলা সম্পাদকই হারলেন জেলা কমিটির ভোটাভুটিতে
কলকাতার নজরদারিতে অত্যাধুনিক ড্রোন আনছে লালবাজার
পটলের ইচ্ছে ছিল সৌদি আরবের ভিসা দেবে কলকাতার মেয়র ! আটক পটলের আজব যুক্তি