Home » বাঁধ নইলে পুনর্বাসন, দাবি নিয়ে তিস্তাপারের টটগাঁওবাসীর বিক্ষোভ ও স্মারক লিপি

বাঁধ নইলে পুনর্বাসন, দাবি নিয়ে তিস্তাপারের টটগাঁওবাসীর বিক্ষোভ ও স্মারক লিপি

সানী রায়, সময় কলকাতা, ২৪ জুন :কেউ কথা রাখে নি, কবিতায় বলেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিস্তা পারেও জলে বিপন্ন মানুষদের কথা কেউ রাখে না। প্রতিবার বর্ষায় প্রতিবাদ, বিক্ষোভ হয়। আশ্বাস মেলে। বর্ষা কেটে গেলে সব কিছুই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা হয়ে যায়। এবারও বাঁধ নইলে পুনর্বাসন এই দাবি নিয়ে টটগাওবাসীর বিক্ষোভ ও স্মারক লিপি পেশ হয়েছে। মিলেছে আশ্বাস।

এবারের ক্ষোভ, বিক্ষোভ ও দাবি  বেশ জোরালো। দাবি, হয় বাঁধ নির্মাণ না হয় বাসিন্দাদের পুনর্বাসন দিতে হবে।এই দাবি নিয়ে মাল ব্লকের টটগাও বস্তির বাসিন্দারা একত্রিত ভাবে বিক্ষোভ দেখিয়ে মাল মহকুমা শাসক, বিডিও এবং ভুমিরাজস্ব আধিকারিকের কাছে সোমবার স্মারক লিপি জমা দিয়েছেন।

তিস্তা নদী যেখানে সমতলে এসে মিসেছে সেখানেই রয়েছে মাল ব্লকের প্রত্যন্ত গ্রাম টটগাঁও বস্তি। প্রায় ৩০০ পরিবারের বাস। বেশির ভাগ মানুষ কৃষিজীবি। গত কয়েক বছর ধরে তিস্তা ক্রমাগত পুর্ব দিকে সরে আসতে শুরু করে। শুরু হয় প্রতি বর্ষায় নদী ভাঙন। গ্রামবাসী বাঁধের দাবীতে সোচ্চার হয়ে ওঠে। বিভিন্ন মহলে দাবীপত্র দেয় এবং রিলে অনশন করে। গত ৪ অক্টোবর তিস্তার জলচ্ছাসে গোটা বস্তি জলমগ্ন হয়ে পড়ে। পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বাসিন্দাদের ত্রান শিবিরে সাময়িক ভাবে সরিয়ে আনা হয়। পরে পঞ্চায়েতের পক্ষ থেকে সাময়িক একটি বাঁধ দেওয়া হয়।

এবছর জুন মাসের তিস্তার জলোচ্ছ্বাসে একাধিক
বার জলমগ্ন হয় গ্রাম। কয়েকটি বাড়ি ও আবাদি জমি তিস্তার গ্রাসে চলে যায়। তিস্তা যেভাবে এগিয়ে আসছে তাতে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভবিষ্যতে বাস করা অসম্ভব হয়ে উঠবে। এর থেকেই হয় বাধ নির্মাণ নাহয় পুনর্বাসন দিতে হবে এই দাবীর প্ল্যাকার্ড  হাতে নিয়ে মালের বিডিও অফিস এবং ভুমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করে স্মারক লিপি দেয়।

আরও পড়ুন পেপের আশ্চর্য রেকর্ড ও পেপের সাফল্যের রহস্য

স্থানীয় বাসিন্দা কল্পনা শর্মা, কেশব রাই প্রমুখরা জানিয়েছেন, প্রশাসনের যা মতিগতি এবং এখন নদী যেভাবে ফুঁসছে তার ফলে বাঁধ নির্মাণ এই মুহুর্তে সম্ভব নয়। আমাদের প্রতি রাত জেগে বসবাস সম্ভব নয়। আমাদের দাবি বসবাসের আলাদা কোন জায়গায় পুনর্বাসন দেওয়া হোক। এই দাবি নিয়ে মহকুমাশাসক, বিডিও ও বিএলএল আরও’য়ের কাছে স্মারক দিয়েছি।এনিয়ে প্রশাসন সুত্রে জানাগেছে, বাঁধ নইলে পুনর্বাসন সংক্রান্ত  স্মারক লিপি গৃহীত হয়েছে। আশ্বাস মিলেছে,বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অসহায়  তিস্তাপার-বাসীদের আশায় আশ্বাসে কাটছে দিন।

About Post Author