স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুনঃ জমে উঠেছে ইউরো সেরার লড়াই। বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ইতালি বনাম ক্রোয়েশিয়া। জার্মানির লিপজিগে আয়োজিত এই ম্যাচে সংযুক্ত সময় পর্যন্ত এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষমুহূর্তের গোলে ম্যাচে সমতা ফেরায় ইতালি। এই ড্রয়ের ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন লুকা মদ্রিচরা। অন্যদিকে নকআউটে পৌঁছে গেল গতবারের ইউরো চ্যাম্পিয়নরা।
পরের ইউরো কাপে তাঁর দেশ অংশগ্রহণ করবে। কিন্তু তিনি দলে থাকবেন না। সাদা-লাল ডোরাকাটা জার্সিতে মাঝমাঠকে নিয়ন্ত্রণ করবেন না। সতীর্থদের কাছে পৌঁছে যাবে না তাঁর বাড়ানো লম্বা লম্বা পাসগুলি। তাই চলতি ইউরোতে মাথা উঁচু করে মাঠ ছাড়তে চেয়েছিলেন লুকা মদ্রিচ। কিন্তু তাঁর সতীর্থদের যেই দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা তারা করতে পারেননি। ফলে প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল মদ্রিচের দেশকে। বি-গ্রুপের মরণবাঁচন ম্যাচে ইতালির বিরুদ্ধে জয় পেয়ে মাঠ ছাড়তে পারতেন তারা। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেললেও প্রথমার্ধে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলের খাতা খুলতে পারেনি আজ্জুরি ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতে উল্টে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ক্রোয়েশিয়া। বক্সের মধ্যে ক্র্য়ামারিকের শট ইতালির ফুটবলার ফ্রাত্তেসির হাতে লাগলে পেনাল্টির আবেদন জানায় ক্রোটরা। যদিও রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি। অবশেষে ভারের সিদ্ধান্ত ক্রোয়েশিয়ার পক্ষে যায়। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মদ্রিচ। যদিও সেই সুযোগ হাতছাড়া করেন ক্রোট অধিনায়ক। গোলরক্ষক ডোনারুম্মার বাঁ-দিক থেকে বল জালে জড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই শট বাঁচিয়ে দেন ইতালি গোলরক্ষক। মুহূর্তের মধ্যে সেই ভুল শুধরে নেন ৩৮ বছরের তারকা। বাঁ পায়ের শটে গোল করেন তিনি। একই সঙ্গে ইউরোর ইতিহাসে প্রবীণতম ফুটবলার হিসেবে গোল করার নজিরও গড়েন।
আরও পড়ুনঃ Copa America : হোঁচট খেয়ে কোপা শুরু ব্রাজিলের, দর্শকাসনে বসে হতাশ নেইমার
সেই গোল শোধ করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইতালি। একটা সময় মনে হয়েছিল দ্বিতীয় দল হিসেবে সরাসরি ইউরোর সুপার সিক্সটিনে জায়গা করে নেবেন লুকা মদ্রিচরা। নির্ধারিত সময়ের খেলা শেষেও পিছিয়ে ছিল ইতালি। কিন্তু ম্যাচের নাটকীয়তার তখনও বাকি ছিল। সংযুক্তি সময়ের আট মিনিট তখন অতিক্রান্ত। ডাগআউটে বসে উদযাপনের প্রহর গুনছিলেন ক্রোয়েশিয়ার ফুটবলারেরা। তখনই রিকার্ডো কালাফিয়োরি পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান জাক্কানি। যে গোলেই স্বপ্নভঙ্গ হয়ে যায় ক্রোয়েশিয়ার। আর নকআউটে পৌঁছে যায় ইতালি।
More Stories
হায়দরাবাদের পাঁচ তারা হোটেলে আগুন! ওই হোটেলেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিম
সাফল্য পাবেন অধিনায়ক ধোনি? চেন্নাই-কলকাতা ম্যাচ বাজিমাত করবেন কে?
ফের দিবালোকে প্রকাশ্যে বালি চুরির ঘটনা মালদায়