Home » Hathras stampede ভোলেবাবা হাওয়া : হাতরাসে শতাধিক ভক্তের মৃত্যুর কারণ কী ?

Hathras stampede ভোলেবাবা হাওয়া : হাতরাসে শতাধিক ভক্তের মৃত্যুর কারণ কী ?

সময় কলকাতা ডেস্ক,৩ জুলাই : Hathras stampede কেন যোগীর রাজ্য হাতরাসে ধর্মীয় গুরুর অনুষ্ঠানে বিপর্যয়?কেন ১১৬ জন পদপিষ্ট হয়ে প্রাণ হারাল? যদিও উত্তর প্রদেশের হাতরাস জেলার ফুলরাই গ্রামের কাছে একটি সৎসঙ্গে অন্তত ১১৬ জনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরেই জানা যাবে, প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন কারণ ইতিমধ্যেই উল্লেখ করেছেন। বিশৃঙ্খলার কারণ কী কী ?

প্রাথমিকভাবে শ্বাসরোধের জন্য মৃত্যুর যে কারণ বলা হয়েছিল তার পেছনে কী কী বিষয় কাজ করেছে? প্রশাসন বেশকিছু বিষয়কে ইতিমধ্যেই সামনে এনেছে।প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা মনে করছেন, “আদ্রতা বা গরমে দমবন্ধকর পরিস্থিতি “, “ভক্তদের ভিড়” বা ” মহাপুরুষের পায়ে স্পর্শ করার হিড়িক ” – যেকোন কারণই থাকতে পারে। সম্ভবত সৎসঙ্গ শেষ হওয়ার পরেই ভক্তরা গডম্যানের পায়ের ধুলো নিয়ে  হুড়মুড়িয়ে মাঠের বাইরে বেরোনোর চেষ্টা করে। মুখ্য সচিব মনোজ কুমার সিং বলেছেন যে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ভক্তরা নারায়ণ সাকার- বিশ্ব হরি বা ভোলে বাবার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করার সময় এত বেশি জটলা করেছিল যা ভক্তদের পদদলিত করার প্রেক্ষাপট তৈরি করে দেয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারঘন্টা ধরে নারায়ণ সাকার ওরফে বিশ্বহরি বা ‘ভোলে বাবা’ নামে স্বঘোষিত এক ধর্মীয় গুরুর জন্য ‘মানব মঙ্গল মিলন সদ্ভাবনা অনুষ্ঠান কমিটি’র তরফে পর্যন্ত ওই সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। হুড়োহুড়ির কারণেই মৃত্যু বলে জানিয়েছেন হাতরাসের জেলাশাসক আশীষ কুমার । মৃতদের অধিকাংশই মহিলা। বেশ কিছু শিশুরও মৃত্যু হয়েছে। বহু মানুষ পরিবারের সকলকেই বা একাধিক আত্মীয় পরিজনকে হারিয়েছেন।

ভোলে বাবা নারায়ণ সাকার হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। পুলিশ তার ডেরায় খোঁজ করেও তাঁকে খুঁজে পায় নি।যে ১১৬ জনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে তাদের মধ্যে ৭২ জনের দেহ বুধবার সকাল পর্যন্ত চিহ্নিত হয়েছে  উত্তরপ্রদেশ সরকার থেকে নিহতদের  জন্য ঘোষণা করেছে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।।

About Post Author