Home » mirzapur season 3 প্রতীক্ষার অবসান : হাজির মির্জাপুর থ্রী

mirzapur season 3 প্রতীক্ষার অবসান : হাজির মির্জাপুর থ্রী

সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই : আর কয়েকটা ঘন্টা। তারপরেই বেশ কিছু সময় নিয়ে আপনাকে টিভি, মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে। সাড়ে সাত ঘন্টা হাতে রাখুন। শুক্রবার আবার হাজির হচ্ছে গুড্ডু পন্ডিত। আবার হাজির হবে কালীন ভাইয়া। মির্জাপুর থ্রী (mirzapur season 3) একঝাঁক চরিত্র ও একরাশ ঘটনাবলী নিয়ে হাজির। আমাজন প্রাইম থাকলেই আপনাকে আবার দশটি এপিসোড দেখতেই হবে। প্রতিটি পর্ব ৪৫ মিনিটের।আলি ফয়জল, পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠী শর্মা, রসিকা দুগল আবার উপস্থিত। আলি ফয়জল জানিয়েছেন জনপ্রিয় ওয়েব সিরিজ  পঞ্চায়েতের মুখ্য অভিনেতা জিতেন্দ্র কুমার কেও দেখা যাবে মির্জাপুর থ্রি -সেশনে।

শুক্রবারই মির্জাপুরের ক্ষমতা বাহুবলে কে দখল করবে তার জন্য রক্তক্ষয়ী পর্ব আবার দেখা যাবে আমাজন প্রাইমে। দর্শকদের অধীর আগ্রহের পরে  মির্জাপুর সেশন প্রায় বছর  তিনেক পরে হাজির। দ্বিতীয় পর্বের শেষ হয়েছিল প্রতিশোধের আগুনে  ও রক্তের বন্যায়। কুলভূষণ খারবান্দা অভিনীত বাউজিকে কালিন ভাইয়ার স্ত্রী (রসিকা দুগল )দেহরক্ষক মকবুলকে দিয়ে খুন করায়। গোলুর ( শ্বেতা ত্রিপাঠী  শর্মা )-র সাহায্যে মুন্না ভাইকে গুলি করে খুন করে মির্জাপুরের ক্ষমতা দখল করে গুড্ডু পন্ডিত (আলি ফয়জল)। মুমূর্ষু কালিনভাইয়া বা রক্তে ভেসে যাওয়া পঙ্কজ ত্রিপাঠির পরিণতি খুব অস্পষ্ট ছিল। আগ্রহ ছিল, বেঁচে ফিরবে কি ছোট শহর মির্জাপুরের একদা অধিপতি পঙ্কজ ত্রিপাঠি বা কালীন ভাইয়া? কী হবে ঘটনা পরম্পরা? সব আগ্রহের অবসান হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই।।

আরও পড়ুন Optical Illusion: এই ধাঁধার সমাধান করতে ব্যর্থ প্রায় সকলেই, আপনি পারবেন নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে?

About Post Author