হাসানুজ্জামান, সময় কলকাতা,৫ জুলাই :জীবনানন্দ দাস বলেছিলেন, “এমনই হিজল-বট-তমালের নীল ছায়া/ বাংলার অপরূপ রূপ..”। অথচ বাংলার সবুজ শ্যামল রূপ হারিয়ে যেতে বসেছে তথাকথিত সভ্যতার অগ্রগতির সঙ্গে বেড়ে ওঠা মানুষের আগ্রাসী আত্ম-বিনাশকারী কর্মকাণ্ডের জেরে । সবুজ ধ্বংস করে গড়ে উঠছে বহুতল আবাসন। তবুও কিছু মানুষ ও সংগঠন সচেতনতার বার্তা দিচ্ছেন। যথেষ্ট না হলেও সবুজ বাঁচানোর কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী প্রজন্মের হাতে সুস্থ স্বাভাবিক জীবনের চাবিকাঠি তুলে দিতে উদ্যোগ চোখে পড়ছে কোথাও কোথাও।এরকম এক কালজয়ী উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বিশেষ অরণ্য সপ্তাহ পালিত হল, সচেতনতার বার্তা দিল হাড়োয়া ব্লক প্রশাসন।
মানব প্রজাতি নিজেদের ধ্বংস ও পতনের কারণ হয়ে উঠছে যা লেখা হচ্ছে প্রকৃতির সবুজের মানচিত্রে।এনিয়ে প্রশ্ন আর সন্দেহের অবকাশ নেই গাছ কেটে প্রকৃতির ভারসাম্যকে সংকটে ফেলছে মানুষ।
বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে যেভাবে দিনের পর দিন, আর যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে পরিবেশের উপরে ততই চাপ বাড়ছে। অস্বস্তি বাড়ছে, যা ধরা পড়ছে মানুষের দৈনন্দিন যাপনে । আর এবার পরিবেশকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিচালিত প্রগসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন।
সবুজ বাঁচাও কর্মসূচির উদ্যোক্তা ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পরিচালনায় চলতে থাকা সংগঠনটির সামাজিক পরিষেবার উদ্দেশ্য সুদূরপ্রসারী। সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেষ্ট।
পরিবেশ সচেতনতার বার্তা দিতে হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতর তথা চত্বরে সবুজের উন্মেষ ঘটাতে বেশ কয়েকটি ফলের গাছ লাগানো হয়েছে। পাশাপাশি, আগামী দিনে রাজ্যের সমস্ত প্রশাসনিক ভবনে বৃক্ষরোপন কর্মসূচির অঙ্গীকার করেছেন তারা। তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছেন অনেক শুভবুদ্ধি সম্পন্ন প্রশাসনিক আধিকারিক ও মানুষ , যাদের মধ্যে রয়েছেন হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি, সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা, পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শফিক আহমেদ। সমগ্র বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রয়েছে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার । এছাড়াও ছিলেন প্রতাপ নায়েক যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক, রাজ্য সভাপতি প্রগসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুব্রত ঘোষ, প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অনির্বাণ ওঝা,প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সঞ্জয় আচার্য , হাড়োয়া ব্লকের ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার মন্ডল।
পরিবেশ রক্ষার উদ্যোগের উদ্যোক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, আগামী দিনে প্রত্যেক মানুষ একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচান কারণ একটি গাছ একটি সন্তানের সমান। এভাবেই আগামী দিনে পরিবেশের ভারসাম্য ধীরে ধীরে রক্ষিত হবে ।তাদের পরিবেশ সচেতনতার বার্তা মানুষের বোধ জাগ্রত করলে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এক পৃথিবীর আশ্বাস দিতে পারবেন বলেই পরিবেশ বাঁচানোর কান্ডারীদের বিশ্বাস।
More Stories
ফের ‘মুড সুইং’ আবহাওয়ার। বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা তালা ঝুলিয়ে দিল সেন্টারে
কমছে গঙ্গার জলস্তর, আসন্ন গ্রীষ্মে জল-সঙ্কটের আশঙ্কা