সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আন্দুল শাখায় ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। শনিবার এই শাখায় বাতিল হয়েছে ৬৬টি লোকাল। যার জেরে সপ্তাহের শেষে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, খড়গপুর থেকে হাওড়ামুখী কোনও ট্রেন এখনও ছাড়েনি।’
এদিকে, আদ্রা ডিভিশনেও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার তুপকাডি-রাজবেড়া শাখায় সাবওয়ের কাজ হবে। কার্যত সেকারণেই এদিন সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৬টা ১৫ পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।
ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাটিয়া এক্সপ্রেস, ১৩৩১৯/১৩৩২০ দুমকা-রাঁচি এক্সপ্রেস ও ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো- রাঁচি মেমু এক্সপ্রেস ট্রেন ৭ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো এক্সপ্রেস ট্রেনটি ওইদিন আদ্রা পর্যন্ত চলাচল করবে। অন্যদিকে, ১৩৩৫১ ধানবাদ-আলাপুজা এক্সপ্রেস, ০২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেনগুলো ওইদিন ঘুরপথে চলবে। ১২৮১১ আনন্দবিহার-হাটিয়া ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস ও ১২৮০১/১২৮০২ পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন ৬ জুলাই ঘুরপথে চলবে।
আদ্রা ডিভিশনেও বার বার ট্রেন বাতিল হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। রেলের ‘তুঘলকি’ সিদ্ধান্তের প্রতিবাদে রঘুনাথপুর মহকুমা এলাকার মানুষ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছেন। আদ্রা ডিভিশনের এক আধিকারিক বলেন, যাত্রীদের সুরক্ষা ও স্টেশনগুলোকে নতুন করে সাজিয়ে তুলতে জোরকদমে কাজ চলছে। তার জন্য তো সাময়িক অসুবিধা হবেই।
More Stories
নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে মেগা বৈঠকে বঙ্গ বিজেপি
ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে আরও কড়া অভিষেক , ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?