Home » Copa America 2024 : ভেনেজুয়ালাকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিফাইনালে মেসিদের সামনে কানাডা

Copa America 2024 : ভেনেজুয়ালাকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিফাইনালে মেসিদের সামনে কানাডা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুলাইঃ ইকুয়েডরকে প্রথম কোয়ার্টার ফাইনালে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জিতে তাদের সামনে এবার কানাডা । প্রতিযোগিতার দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেলেন আলফান্সো ডেভিসরা। শনিবার ভারতীয় সময় ভোরবেলা টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে তারা হারিয়ে দিল ভেনেজুয়েলাকে। প্রথম কোয়ার্টার ফাইনালের মতই এই ম্যাচেরও ভাগ্য নির্ধারন হল সেমিফাইনালে। খেলার ফল কানাডার পক্ষে ৪-৩। ভেনেজুয়েলার দুটি পেনাল্টি বাঁচিয়ে নায়ক কানাডার গোলরক্ষত ম্যাক্সিম ক্রেপেউ।

খেলার শুরু থেকে বল নিজেদের দখলে রেখে আক্রমণে উঠছিল ভেনেজুয়েলা। কিন্তু ১২ মিনিটের মাথায় কাজের কাজটা করে ফেলে কানাডা।  ডান প্রান্ত থেকে থ্রোয়ে বল পেয়ে যান জোনাথন ডেভিড। তিনি বক্সের মধ্যে ঢুকে পাস বাড়ান জেকব শাফেলবার্গকে। চলতি বলে ডান পায়ের শটে জালে জড়ান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় কানাডা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যেতে পারত তারা। শাফেলবার্গের একটি শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক। গোলরক্ষককে একা পেয়েও তিনকাঠিতে বল রাখতে পারেননি জোনাথন ডেভিড। ফাঁকা গোলে বল ঢোকাতে পারেননি কাইল ল্যারিন। সবমিলিয়ে একাধিক সুযোগ নষ্ট করে এক গোলেই সন্তষ্ট থাকতে হয় কানাডাকে।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ইউরো থেকে রোনাল্ডোদের বিদায়, টাইব্রেকারে জিতে সেমিতে ফ্রান্স

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : স্পেনের ‘স্কুল দলের’ কাছে চূর্ণ জার্মান দম্ভ

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ফেরে ভেনেজুয়েলা। ৬৩ মিনিটে গোল করে তাদের সমতায় ফেরান সলমন রণ্ডন। প্রতি আক্রমণে উঠে মাঝ মাঠের কিছুটা উপর থেকে শট নেন তিনি। কানাডার গোলরক্ষক জায়গায় ছিলেন না। তাঁর মাথার উপর থেকে বল জড়িয়ে যায় জালে। ফের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কানাডা। বাঁ দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন লিয়াম মিলার। কিন্তু এক গজ দূর থেকেও বল জালে জড়াতে পারেননি তিনি। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে।

কোপা আমেরিকায় অতিরিক্ত সময়ের খেলা হয় না। নির্ধারিত সময়ে খেলার ফয়সলা না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম, তৃতীয়, ও পঞ্চম শটে গোল করে দুই দল। দ্বিতীয় ও চতুর্থ পেনাল্টি থেকে কেউই গোল করতে পারেনি। ষষ্ঠ শটে কানাডা গোল করলেও গোল করতে পারেনি ভেনেজুয়েলা। আগামী ১০ জুলাই মেসিদের বিরুদ্ধে খেলতে হবে কানাডাকে।

About Post Author