সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। ইতিমধ্যেই এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরানো হয়েছে। এসব বিতর্কের মাঝেই এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-র কাউন্সেলিং। শনিবারই নিট-ইউজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফে সেই কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। যদিও এই কাউন্সেলিং কবে হবে, সেই তারিখ ঘোষণা করা হয়নি এনটিএ-র তরফে। শুক্রবারই কেন্দ্র ও এনটিএ-র তরফে সুপ্রিম কোর্টে আলাদা দুটি হলফনামা জমা দিয়ে জানানো হয়েছিল, নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা যুক্তিযুক্ত নয়। নিট-ইউজি পরীক্ষায় বড় মাপের বেনিয়ম হয়নি। নিট-ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিল হলে তা লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলে দেবে।
এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন। এছাড়াও দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া। সাত সদস্যের এই কমিটিতে আছেন আইআইটি দিল্লি ও আইআইটি মাদ্রাজের অধ্যাপকও। উচ্চ পর্যায়ের এই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবে, সেগুলি হল পরীক্ষা পদ্ধতি, তথ্যের গোপনীয়তা, ন্যাশনাল টেস্ট এজেন্সির কার্যক্রম এবং কর্মপদ্ধতি। এই কমিটিকে বলা হয়েছে আগামী দুই মাসের মধ্যে মন্ত্রককে স্বচ্ছ রিপোর্ট দিতে হবে। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও।
#Latestbengalinews
#NEET-UG
More Stories
বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমেই শপথ জয়মাল্য বাগচির, সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৩
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী শিল্পী