Home » হরিয়ানায় স্কুল বাস উল্টে গুরুতর আহত ৪০ পড়ুয়া, সাসপেন্ড চালক ও কনডাক্টর

হরিয়ানায় স্কুল বাস উল্টে গুরুতর আহত ৪০ পড়ুয়া, সাসপেন্ড চালক ও কনডাক্টর

সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাইঃ দ্রুত গতিতে ছুটে চলা স্কুল বাস  উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা হরিয়ানায়। আহত ৪০ জন খুদে পড়ুয়া। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলায়। গুরুতর জখম অবস্থায় ওই পড়ুয়াদের পিঞ্জোর হাসপাতাল এবং সেক্টর সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসে স্কুল পড়ুয়া ছাড়াও আরও কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যেও অনেকে আহত হয়েছেন। এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, হরিয়ানার পঞ্চকুলায় এই দুর্ঘটনার পরই বাসের চালক এবং কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে রাজ্যের পরিবহন দফতর। 

আরও পড়ুন   Optical Illusion: ৩ শতাংশ পাঠক ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করে এই ধাঁধার সমাধান করতে পেরেছেন, আপনি কি তাদের একজন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে পঞ্চকুলা শহরের দিকে যাচ্ছিল হরিয়ানা পরিবহণ নিগমের একটি বাস। ওই এলাকায় রাস্তার হাল খারাপ থাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে সেটি উল্টে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। আহত পড়ুয়াদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন  Mohammedan Sporting CFL : দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, খিদিরপুরের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল মহামেডান স্পোর্টিংকে

আহত পড়়ুয়াদের বাস থেকে বার করে এনে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। বাসে স্কুল পড়ুয়া ছাড়াও আরও কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যেও অনেকে আহত হয়েছেন। এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, হরিয়ানার পঞ্চকুলায় এই দুর্ঘটনার পরই বাসের চালক এবং কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে রাজ্যের পরিবহন দফতর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন   সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

#Latestbengalinews

About Post Author