সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাইঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব করল সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবারই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, দেবেশ মূলত মিডলম্যানের কাজ করতেন। তাই মিডলম্যান হিসাবে আর কে কে কাজ করতেন। কার কাছ থেকে টাকা নিয়ে কার হাতে দিতেন, এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেবেশের থেকে পেতে চাইছেন তদন্তকারীরা। এদিনই তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সিবিআই জানতে পেরেছে, অয়ন ঘনিষ্ঠ দেবেশই ৬০০ জনেরও বেশি চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য পাঠিয়েছিলেন। ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছেন সিবিআই। সেখানেই দেবেশ চক্রবর্তী ওরফে কানুর নাম রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবারই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পুর নিয়োগ দুর্নীতি মামলার প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে পুর নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত অয়ন শীলের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায় এবং দেবেশ চক্রবর্তীর নামও ছিল। সিবিআইয়ের চার্জশিট মারফত জানা গিয়েছে, করোনা অতিমারির সময় দক্ষিণ দমদম পুরসভায় মোট ২৯ জনের চাকরি বাতিল হয়েছিল। সেই চাকরি নিয়ম বহির্ভূতভাবে হওয়ায় তা বাতিল করতে বাধ্য হয়েছে বলে সিবিআই উল্লেখ করেছে। এই ২৯টি পদে চাকরি কি টাকা বিনিময়ে হয়েছিল নাকি অন্য কিছু বিনিময়ে, তা এখনও তদন্তাধীন।
তবে পাচু রায় পুরসভার চেয়ারম্যান (Chairman) থাকাকালীনই এই বেনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে (Chargesheet)। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে অয়ন শীলেরও। তাঁর সল্টলেকের ফ্ল্যাট ও হুগলির বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক নথিই পাওয়া গিয়েছে, যা পুরসভার নিয়োগ সংক্রান্ত বলেই জানতে পেরেছন তদন্তকারীরা। একাধিকবার অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান এবং উদ্ধার হওয়া নথি থেকে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই, ইডির।
#CBI
#Recruitmentcorruptioncaseinmunicipality
More Stories
বাজেট অধিবেশনে ‘সপ্তম পে কমিশন’ নিয়ে ঘোষণা ?
রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা হবে?
২০২৬ সালে বাংলায় বিধানসভা ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট, রাজ্য বাজেটে কী ধরনের সুরাহার কথা ঘোষণা করা হতে পারে?